আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

জন্ম সনদে বয়স কমিয়ে দেয়া কি জায়েয?

প্রশ্নঃ ৩৩৯১৩. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার প্রশ্নটা হচ্ছে এই যে , বয়স কম করে দেওয়া কি শিরক? আমার বয়স কম করে দেওয়া হয়েছে আমার জন্ম নিবন্ধে তাহলে আমি কি করবো? কোরআন ও হাদিসের দলিল সহকারে দিবেন plz

২৯ মে, ২০২৩
খগা খড়িবাড়ী

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


জন্ম সনদে বয়স কম দেখানো শিরক নয়; তবে নিঃসন্দেহে এটি মিথ্যা ও প্রতারণা হবে। আর মিথ্যা ও প্রতারণার আশ্রয় নিয়ে যে কোনো ধরণের সুবিধা নেয়ার পথ ও পদ্ধতি ইসলাম কোনোভাবেই সমর্থন করে না। আল্লাহ তাআলা বলেন,
فَاجْتَنِبُوا الرِّجْسَ مِنَ الْأَوْثَانِ وَاجْتَنِبُوا قَوْلَ الزُّورِ
তোমরা মুর্তিপূজার নোংরামী থেকে বাঁচো এবং মিথ্যা কথা থেকে বাঁচো। (সূরা হজ ৩০)
হাদিস শরিফে এসেছে, রাসূলুল্লাহ ﷺ বলেছেন,
وَمَنْ غَشَّنَا ، فَلَيْسَ مِنَّا
যে আমাদের সঙ্গে প্রতারণা করে, সে আমাদের দলভুক্ত নয়। (মুসলিম ১০২)
অপর হাদিসে রাসূলুল্লাহ ﷺ বলেন,
يُطبَعُ المؤمِنُ على كلِّ شيءٍ إلا الخيانَةَ والكذِبَ
মুমিনের মধ্যে আর যা-ই থাকুক খেয়ানত ও মিথ্যা থাকতে পারে না। (মুসনাদে আহমদ ২২১৭০)

والله اعلم بالصواب

শাইখ উমায়ের কোব্বাদী সিনিয়র মুহাদ্দিস, মাদরাসা দারুর রাশাদ, মিরপুর খতীব, বাইতুল ফালাহ জামে মসজিদ, মিরপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন