আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

মযী বের হলে রোজা ভঙ্গ হবে কি?

প্রশ্নঃ ৩১৪৬৪. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ১. সাওম অবস্থায় স্ত্রীকে স্পর্শের কারণে যদি মজী নির্গত হয় তাহলে সাওমের কোন ক্ষতি হবে কি? ২. ইতিকাফ অবস্থায় ফোনে ব্যাবসায়িক আলাপ করা যাবে কি?

২৭ মার্চ, ২০২৩
Chittagong

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


মযী বের হলে রোজার কোনো ক্ষতি হয় না।
শাইখুল ইসলাম ইবন তাইমিয়া রহ. বলেন,
ولا يفطر بمذي بسبب قبلة أو لمس أو تكرار نظر ، وهو قول أبي حنيفة والشافعي وبعض أصحابنا
চুমো দেয়ার কারণে অথবা স্পর্শ করার কারণে অথবা বার বার দৃষ্টি দেওয়ার কারণে মযী বের হলে রোজা ভাঙ্গে না। এটা ইমাম আবু হানিফা রহ., ইমাম শাফিঈ রহ. ও আমাদের (হাম্বলী) মাযহাবের অনেকের বক্তব্য। (আলইখতিয়ারাত পৃষ্ঠা ১৯৩)
প্রিয় প্রশ্নকারী ভাই, নিয়ম হল, একসঙ্গে একাধিক প্রশ্ন না করা। কেননা, একাধিক প্রশ্ন করা হলে প্রশ্নোত্তরের শিরোনাম দেওয়া, ক্যাটাগরি ঠিক করা, পাঠক-বান্ধব না হওয়াসহ আরো বিভিন্ন জটিলতা তৈরি হয়। তাই আপনার দ্বিতীয় প্রশ্নটির উত্তর পেতে হলে নিয়ম মেনে পুনরায় প্রশ্ন করুন।
আমাদের সঙ্গে থাকার জন্য আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন।

والله اعلم بالصواب

শাইখ উমায়ের কোব্বাদী সিনিয়র মুহাদ্দিস, মাদরাসা দারুর রাশাদ, মিরপুর খতীব, বাইতুল ফালাহ জামে মসজিদ, মিরপুর
প্রসঙ্গসমূহ:

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন

এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর