আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

হস্তমৈথুনের কারণে রোজা ভেঙ্গে গেলে করণীয়

প্রশ্নঃ ৩১৪১৯. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হস্তমৈথুনের কারণে রোজা নষ্ট হয়ে গেলে কাযা কাফফারা নাকি শুধু কাযা ওয়াজিব?

২৬ মার্চ, ২০২৩
টঙ্গী

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


রোজা অবস্থায় যদি কেউ হস্তমৈথুন করে বীর্যপাত ঘটায় তাহলে তার ওপর যা বর্তাবে তাহল–
১। সে গুনাহগার হবে। সুতরাং তাকে তাওবা করতে হবে।
২। তার ওই দিনের রোজা ভেঙ্গে যাবে। সুতরাং তার ওই দিনের রোজা ক্বাযা করতে হবে।
৩। ওই দিনের বাকি অংশ পানাহার ও যৌনমিলন থেকে বিরত থাকতে হবে।
৪। তবে তার উপর কাফফারা নেই। কেননা, কাফফারা কেবল স্ত্রী সহবাসে জরুরি হয়। (আলমুহীতুল বুরহানী ৩/৩৫০; আততাজনীস ওয়াল মাযীদ ২/৩৭৭; ফাতাওয়া হিন্দিয়া ১/২০৫)
হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন,
فإنَّه لي، وَأَنَا أَجْزِي به، يَدَعُ شَهْوَتَهُ وَطَعَامَهُ مِن أَجْلِي
যেহেতু রোজা আমার জন্য এবং আমিই তার প্রতিদান দিব। রোজা পালনকারী আমারই কারণে নিজের কামাচার এবং পানাহার পরিত্যাগ করে। (মুসলিম ১১৫১)
বলা বাহুল্য যে, হস্তমৈথুন কামাচারের অন্তর্ভুক্ত, তাই সেটি পানাহারের ন্যায় রোজা ভঙ্গকারী। আল-মাওসুআ আল-ফিকহিয়্যা গ্রন্থে (৪/১০০) এসেছে,
الاِسْتِمْنَاءُ بِالْيَدِ يُبْطِل الصَّوْمَ عِنْدَ الْمَالِكِيَّةِ ، وَالشَّافِعِيَّةِ ، وَالْحَنَابِلَةِ ، وَعَامَّةُ الْحَنَفِيَّةِ عَلَى ذَلِكَ
মালেকি মাযহাব, শাফেয়ি মাযহাব, হাম্বলি মাযহাব ও হানাফি মাযহাবের অধিকাংশ আলেমের মতে: হস্তমৈথুন রোজাকে বাতিল করে দেয়।

والله اعلم بالصواب

শাইখ উমায়ের কোব্বাদী সিনিয়র মুহাদ্দিস, মাদরাসা দারুর রাশাদ, মিরপুর খতীব, বাইতুল ফালাহ জামে মসজিদ, মিরপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন