আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

রোজা অবস্থায় স্ত্রীকে স্পর্শ করলে বা চুম্বন করলে রোজা ভেঙ্গে যাবে?

প্রশ্নঃ ৩০৬৯৯. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হুজুর আমি বিবাহিত এখন আমি যখন রমজানে রোজা রাখবো তখন যদি রোজা রাখা অবস্থায় আমার স্ত্রী গায়ের হাত লাগার কারনে মুজি ( পাতলা পানি) বাহির হয় অথবা মুনি (বির্জ) বাহির হয় তখন কি এই দুন অবস্থায় আমার রোজা ভেঙ্গে যাবে? নাকি এক অবস্থায় ভাঙবে অন্য অবস্থায় ভাঙবে না?

২৬ মার্চ, ২০২৩
ঢাকা

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


মুহতারাম, [১] রোজা অবস্থায় স্ত্রীকে স্পর্শ করলে বা চুম্বন করলে মযী বের হয়ে গেলে রোজা ভঙ্গ হবে না।

"مسّ الصائم امرأته وأمذى لايفسد صومه." فتاوی تاتارخانیه

فتاوی عالمگیری

"ولا بأس بالقبلة إذا أمن على نفسه من الجماع والإنزال ويكره إن لم يأمن والمس في جميع ذلك كالقبلة، كذا في التبيين ... أو كان شيخًا كبيرًا، هكذا في السراج الوهاج."

[২] রোযা অবস্থায় স্ত্রীকে স্পর্শ বা চুম্বন করলে বীর্য নিঃসৃত হলে রোযা ভেঙ্গে যাবে এবং তার উপর এ রোযার কাযা ওয়াজিব হবে, তবে কোনো কাফফারা লাগবে না।

الفتاوى الهندية (1/ 204)

''وإذا قبل امرأته، وأنزل فسد صومه من غير كفارة، كذا في المحيط. ۔۔۔۔ والمس والمباشرة والمصافحة والمعانقة كالقبلة، كذا في البحر الرائق''

والله اعلم بالصواب

মাহমুদুল হাসান মুফতী, ফাতাওয়া বিভাগ, মুসলিম বাংলা গবেষক, হাদীস বিভাগ, মুসলিম বাংলা
প্রসঙ্গসমূহ:

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন