আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

সরকারী সম্পদ মসজিদের কাজে লাগানো

প্রশ্নঃ ২৮৯২৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার পশ্ন হলো যে আমাদের মসজিদের পাশে পুকুর পাড়ে নারিকেল গাছ আছে সে গুলো বসিয়ে ছিল পঞ্চয়েত থেকে (সরকার) ওই গাছে যে ডাব গুলো হয় সে গুলো বিক্রয় করে মসজিদে নেওয়া হয়। গ্রামবাসী বৃন্দ সকলে এই সিদ্বান্ত নিয়েছে টাকা গুলো মসজিদের উন্নতীকল্পে কাজে লাগানো হক এই টাকা কি মসজিদের কাজে লাগানো যাবে একটু জানাবেন।

২৫ ফেব্রুয়ারী, ২০২৩
West Bengal ৭৪৩৪২৮

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


পঞ্চায়েত ওই গাছগুলো কোন উদ্দেশ্যে লাগিয়েছে? যদি মসজিদের উন্নতির উদ্দেশ্যে সেগুলো লাগিয়ে থাকে তাহলে তার ডাব/নারিকেল বিক্রিলব্ধ টাকা মসজিদের কাজে ব্যবহার করা যাবে। কিন্তু যদি সেগুলো সরকারী সম্পদ হিসেবেই লাগানো হয় এবং তার ফল সরকারী সম্পদ হিসেবেই নির্দিষ্ট থাকে তাহলে সেগুলো মসাজিদের কাজে লাগানো যাবে না এবং অন্য কোনো মানুষের জন্য সেগুলো ভক্ষণ করাও জায়েজ হবে না।

কেননা হাদিস শরীফে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেছেন:
أَلَا لَا تَظْلِمُوا، أَلَا لَا تَظْلِمُوا، أَلَا لَا تَظْلِمُوا، إِنَّهُ لَا يَحِلُّ مَالُ امْرِئٍ إِلَّا بِطِيبِ نَفْسٍ مِنْهُ،

শোনে রাখ! তোমরা জুলুম করো না। শোনো! তোমরা জুলুম করো না।শোনো! তোমরা জুলুম করো না। কোন মানুষের সন্তুষ্টি ছাড়া তার সম্পদ অন্য কারো জন্য হালাল নয়।

কাজেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বৈধ অনুমতি ছাড়া ওই গাছের ফলমূল মসজিদের কাজে লাগানো যাবে না। বিনা অনুমতিতে ওই সম্পদ মসজিদের কাজে ব্যবহার করলে মসজিদ কর্তৃপক্ষ গুনাহগার হবেন।

উল্লেখ্য, মানুষ কারো ব্যক্তিগত সম্পদ অন্যায়ভাবে ভোগ করলে সে একজনের হক নষ্ট করল। কিন্তু কেউ যদি জাতীয় সম্পদ অন্যায়ভাবে ভোগ করে, সে গোটা জাতির হক নষ্ট করল। যা অত্যন্ত ভয়াবহ অপরাধ।

তাছাড়া নৈতিকতার দৃষ্টিকোণ থেকেও ধর্মীয় প্রতিষ্ঠান বা মসজিদের জন্য এজাতীয় সম্পদ ব্যবহার করা মারাত্মক অন্যায়।

والله اعلم بالصواب

মুফতি সাইদুজ্জামান কাসেমি শিক্ষক, জামিয়া ইসলামিয়া ইবরাহিমিয়া দারুল উলুম মেরাজনগর, কদমতলী, ঢাকা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন