আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

অজু ছাড়া দরূদ পড়া যাবে কি?

প্রশ্নঃ ২৭৯৪৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার প্রশ্ন হচ্ছে, ওযু না থাকা অবস্থায় দরুদ পাঠ করা যাবে কিনা?

১২ জানুয়ারী, ২০২৩
ঢাকা ১৩৬১

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


অজু ছাড়া দরূদ পড়া যায়। আমরা যখন নবীজীর নাম বলার পর কিংবা শোনার পর 'সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম' পড়ি সেটাও কিন্তু একটি দরূদ। সেটার জন্য কিন্তু অজু করে বলতে হবে এমন কোন পূর্বশর্ত নেই। অন্যান্য যেকোনো দরূদের জন্যও একই কথা।

তবে আলেমরা সবসময় অজু অবস্থায় থাকার এবং অজু করেই সবধরণের দোয়া-দরূদ পড়াকে উত্তম বলেন এবং পড়তে উৎসাহিত করেন ও পরামর্শ দেন। (মাবসুতুস সারাখসি ২/২৬, ফাতহুল বারি ১/৩৪৩, ফাতাওয়ায়ে রশিদিয়া ২৫৩)

والله اعلم بالصواب

শাইখ উমায়ের কোব্বাদী সিনিয়র মুহাদ্দিস, মাদরাসা দারুর রাশাদ, মিরপুর খতীব, বাইতুল ফালাহ জামে মসজিদ, মিরপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন