আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

উমরাহ’র ফজিলত

প্রশ্নঃ ২৭৫৪৪. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার প্রশ হলো, উমরা করলে কি আল্লাহ জীবনের সকল গোনাহ ক্ষমা করে দিবেন?

৫ জানুয়ারী, ২০২৩
হাটহাজারী

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


এ বিষয়ে হাদিসে যা এসেছে তা এই যে, আবু হুরায়রা রাযি. হতে বর্ণিত, রাসূলুল্লাহ ﷺ বলেছেন,
العُمْرَةُ إلى العُمْرَةِ كَفَّارَةٌ لِما بيْنَهُمَا، والحَجُّ المَبْرُورُ ليسَ له جَزَاءٌ إلَّا الجَنَّةُ
এক উমরাহ’র পর আর এক উমরাহ উভয়ের মধ্যবর্তী সময়ের (গুনাহের) জন্য কাফফারা। আর জান্নাতই হলো হাজ্জে মাবরূরের প্রতিদান। (বুখারী ১৭৭৩)

والله اعلم بالصواب

শাইখ উমায়ের কোব্বাদী সিনিয়র মুহাদ্দিস, মাদরাসা দারুর রাশাদ, মিরপুর খতীব, বাইতুল ফালাহ জামে মসজিদ, মিরপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন