আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

বিনা হিসেবে জান্নাত চাওয়ার দোয়া

প্রশ্নঃ ২৬১৯১. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সম্মানিত মুফতি সাহেবের নিকট আমার জানার বিষয় হল আমি ফেসবুকে একটি পোস্টে, বিনা হিসাবে জান্নাতে যাওয়ার দোয়া শিরোনামে এই দোয়াটি পেয়েছিاللهم اني اسالك الجنه بغير حساب,রেফারেন্স লেখা আছে মুসনাদে আহমাদ, অনুগ্রহপূর্বক জানাবেন এটা কি হাদিসের দোয়া নাকি আরবি কোনো বাক্য এবং বিনা হিসেবে জান্নাত পাওয়ার হাদীসে উল্লেখিত কোন দোয়া থাকলে উত্তরের মধ্যে উল্লেখ করার বিশেষ অনুরোধ থাকলো।

১৩ ডিসেম্বর, ২০২২
ঢাকা

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


সরাসরি হাদিসে বর্ণিত দোয়া না বলে হাদীস থেকে উৎসারিত/গৃহীত আরবি দোয়া বলা যেতে পারে। এবং এটা পড়াতে অসুবিধে নেই।

দোয়ার অর্থঃ اللهم اني اسالك الجنه بغير حساب

হে আল্লাহ আপনার কাছে বিনা হিসেবে জান্নাত চাইছি।

দোয়াটি হুবহু এশব্দে হাদীসে খুঁজে পাইনি। তবে بغير حساب শব্দ বাদে শুধু اللهم اني اسالك الجنة শব্দে হাদীসে প্রচুর দোয়া আছে। মুস্নাদে আহমদে 1483 ও 1584 ও 15898 ও 25019 নাম্বার হাদীসেও اللهم اني اسالك الجنة শব্দ এসেছে।
তবে হাদীসে সরাসরি بغير حساب না থাকলেও আপনি হুবহু পুরো দোয়াটা পড়তে পারবেন, অসুবিধে নেই।
যেহেতু দোয়ার অর্থ হাদীসের সাথে সাংঘর্ষিক তো নয়ই বরং হাদীসে জান্নাত চাইতে উৎসাহ দেয়া হয়েছে।
এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর কাছে বেশী বেশী জান্নাত চাওয়ার দোয়া করতে বলেছেন। আর জান্নাত চাওয়ার আরবীই হলো, এই দোয়া।

জামে' তিরমিযীর বর্ণনাঃ

حَدَّثَنَا هَنَّادٌ، حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ بُرَيْدِ بْنِ أَبِي مَرْيَمَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ سَأَلَ اللَّهَ الْجَنَّةَ ثَلاَثَ مَرَّاتٍ قَالَتِ الْجَنَّةُ اللَّهُمَّ أَدْخِلْهُ الْجَنَّةَ . وَمَنِ اسْتَجَارَ مِنَ النَّارِ ثَلاَثَ مَرَّاتٍ قَالَتِ النَّارُ اللَّهُمَّ أَجِرْهُ مِنَ النَّارِ " . قَالَ هَكَذَا رَوَى يُونُسُ بْنُ أَبِي إِسْحَاقَ عَنْ أَبِي إِسْحَاقَ هَذَا الْحَدِيثَ عَنْ بُرَيْدِ بْنِ أَبِي مَرْيَمَ عَنْ أَنَسٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوَهُ وَقَدْ رُوِيَ عَنْ أَبِي إِسْحَاقَ عَنْ بُرَيْدِ بْنِ أَبِي مَرْيَمَ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ مَوْقُوفًا أَيْضًا .

হান্নাদ (রাহঃ) ...... আনাস ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ কোন ব্যক্তি যদি আল্লাহর কাছে তিনবার জান্নাতের দু’আ করে তবে জান্নাত তখন বলে, ’হে আল্লাহ্! একে জান্নাতে দাখিল করে দাও।’ আর কোন ব্যক্তি যদি জাহান্নাম থেকে তিনবার পানাহ চায় তবে জাহান্নাম বলে, ’হে আল্লাহ্! একে জাহান্নাম থেকে পানাহ দিয়ে দাও।’ জামে' তিরমিযী
হাদিস নং- ২৫৭২
https://muslimbangla.com/hadith/37927

আর বিনা হিসাবে ৭০ হাজার উম্মতীকে আল্লাহ জান্নাত দিবেন মর্মে মুসলিমের হাদীসে এসেছে।
সে মোতাবেক بغير حساب যোগ করে পুরো দোয়াটি পড়লে উভয় হাদীসের উপর আমল হয়ে গেলো।

حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ سَلاَّمِ بْنِ عُبَيْدِ اللَّهِ الْجُمَحِيُّ، حَدَّثَنَا الرَّبِيعُ، – يَعْنِي ابْنَ مُسْلِمٍ – عَنْ مُحَمَّدِ بْنِ زِيَادٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ " يَدْخُلُ مِنْ أُمَّتِي الْجَنَّةَ سَبْعُونَ أَلْفًا بِغَيْرِ حِسَابٍ " . فَقَالَ رَجُلٌ يَا رَسُولَ اللَّهِ ادْعُ اللَّهَ أَنْ يَجْعَلَنِي مِنْهُمْ . قَالَ " اللَّهُمَّ اجْعَلْهُ مِنْهُمْ " . ثُمَّ قَامَ آخَرُ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ ادْعُ اللَّهَ أَنْ يَجْعَلَنِي مِنْهُمْ . قَالَ " سَبَقَكَ بِهَا عُكَّاشَةُ " .

আব্দুর রহমান ইবনে সাল্লাম ইবনে উবাইদুল্লাহ জুমাহী (রাহঃ) ... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) বলেছেনঃ আমার উম্মতের সত্তর হাজার লোক হিসাব ছাড়াই জান্নাতে প্রবেশ করবে। জনৈক সাহাবী বললেন, ইয়া রাসুলাল্লাহ! আপনি আল্লাহর কাছে দু’আ করুন, আমাকে যেন তাদের অন্তর্ভুক্ত করেন। রাসূলুল্লাহ (ﷺ) দুআ করলেন, ইয়া আল্লাহ! ওকে এদের অন্তর্ভুক্ত করে নিন। তারপর আরেকজন সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসুলাল্লাহ! আমার জন্যও আল্লাহর কাছে দু’আ করুন, যেন আমাকেও তাঁদের অন্তভুক্ত করে নেন। রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ এই সুযোগ লাভে উক্কাশা তোমার অগ্রগামী হয়ে গেছে। সহীহ মুসলিম
হাদিস নং- ৪১৩

https://muslimbangla.com/hadith/8204

والله اعلم بالصواب

মুসলিম বাংলা ইফতা বিভাগ

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন