আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

নামাজের পর দোয়া করা কি বেদআত?

প্রশ্নঃ ২৫৪৭৪. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নামাজের পর দোয়া করা কি বেদআত?

১৯ নভেম্বর, ২০২২
ঢাকা

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


নামাযের পরে দোয়া করা মুসতাহাব। আবূ উমামাহ রাযি. হতে বর্ণিত,
قِيلَ يا رسولَ اللهِ ﷺ : أيُّ الدعاءِ أسمَعُ قال جَوفَ الليلِ الآخِرِ ودُبُرَ الصلواتِ المكتوباتِ
সাহাবীগণ রাযিয়াল্লাহু তা`আলা আনহুম রাসূলুল্লাহ ﷺ কে জিজ্ঞেস করলেন, কোন দোয়া বেশি কবূল হয়? রাসূলুল্লাহ ﷺ বললেন, শেষ রাতের দোয়া ও ফরয নামাযের শেষের দোয়া। (জামি’ তিরমিযী ৩৪৯৯)

والله اعلم بالصواب

শাইখ উমায়ের কোব্বাদী সিনিয়র মুহাদ্দিস, মাদরাসা দারুর রাশাদ, মিরপুর খতীব, বাইতুল ফালাহ জামে মসজিদ, মিরপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন