আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

নারীর জন্য কি ডাক্তারি পেশায় চাকরি করা বৈধ?

প্রশ্নঃ ২৫০৩৪. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম,আমি একজন নারী ডাক্তার। চাকরী করতে চাইনা। কিন্তু স্বামীর কথা জব করতে হবে। হিজাব বোরকা পরে বিদেশে একটা হাসপাতালে চাকরী করি। এখানে রোগীরা হেলথ ইন্সুরেন্স এ ডাক্তার দেখায়। আমার এই চাকরী কি হালাল হচ্ছে? আমি কি করতে পারি? ব্যয়বহুল শহরে থাকতে স্বামী স্ত্রী দুজনের করতে হচ্ছে।

১৬ নভেম্বর, ২০২২
চট্টগ্রাম, Chittagong, Bangladesh

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


প্রিয় প্রশ্নকারী বোন, আপনার কথা থেকে অনুমিত হচ্ছে, চাকরিটা আপনার প্রয়োজন। আর নারী তার দৈহিক, মানসিক স্বভাব ও রুচির সঙ্গে সামন্জস্যশীল হয় এমন চাকরি প্রয়োজনে করতে পারে। আলহামদুলিল্লাহ, ডাক্তারি পেশা এমনই একটি পেশা। সুতরাং উক্ত চাকরি আপনার জন্য হালাল। তবে পাশাপাশি নিম্নোক্ত নিয়ম ও শর্তগুলো আপনার মেনে চলতে হবে; অন্যথায় এই চাকরি আপনার জন্য জায়েয হবে না।
~ কর্মক্ষেত্রে পর্দার পরিপূর্ণ পরিবেশ থাকতে হবে। অন্যথায় জায়েয হবে না।
~ চাকরির কারণে যাতে পরপুরুষের সঙ্গে সফর করতে না হয়।
~ কর্মক্ষেত্রে আসা-যাওয়ার পথে যাতে কোন হারাম কাজ করতে না হয়। যেমন, ড্রাইভারের সঙ্গে একাকী যাওয়া, পারফিউম ব্যবহার করা ইত্যাদি।
~ নারীর প্রধান কাজ ও দায়িত্ব হচ্ছে স্বামীর খেদমত করা, তার সন্তুষ্টি অন্বেষণ করা ও মাতৃত্বের দায়িত্ব পালন করা। যদি চাকরি করতে গিয়ে এসব দায়িত্ব পালনে ব্যাপক অসুবিধা হয় তাহলে তার জন্য চাকরি করা জায়েয হবে না। (ফাতাওয়াল মারআতিল মুসলিমাহ ২/৯৮১ ফিকহুন নাওয়াযিল ৩/৩৫৯)

والله اعلم بالصواب

শাইখ উমায়ের কোব্বাদী সিনিয়র মুহাদ্দিস, মাদরাসা দারুর রাশাদ, মিরপুর খতীব, বাইতুল ফালাহ জামে মসজিদ, মিরপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন