আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

মসজিদের টয়লেট, বাথ জনগণের জন্য উন্মুক্ত রাখা

প্রশ্নঃ ২৪৪৬৫. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মসজিদের টয়লেট, বাথ জনগণের জন্য উন্মুক্ত রাখা যায় কি?

৮ নভেম্বর, ২০২২
চারঘাট

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


প্রিয় প্রশ্নকারী দীনি ভাই, আমার আর আপনার বাসার বাথ ও টয়লেট কি সবার জন্যে উন্মুক্ত? অনুরূপভাবে মসজিদের বাথ ও টয়লেট সাধারণত বানানো হয় মুসল্লীদের, ইতেকাফকারীদের ও মসজিদের স্টাফদের ব্যবহারের জন্য। এগুলো সবার জন্য বানানো হয় না। সুতরাং এগুলো উন্মুক্ত রাখা উচিত নয়। তা ছাড়া খোলা রাখলে সবাই গণহারে ব্যবহার করবে, নোংরা বেশি হবে এবং দুর্গন্ধ ছড়াবে। অথচ নবী ﷺ কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে আসতে নিষেধ করেছেন। নবীজী ﷺ বলেছেন,
مَنْ أَكَلَ الْبَصَلَ وَالثُّومَ وَالْكُرَّاثَ فَلَا يَقْرَبَنَّ مَسْجِدَنَا، فَإِنَّ الْمَلَائِكَةَ تَتَأَذَّى مِمَّا يَتَأَذَّى مِنْهُ بَنُو آدَمَ
যে ব্যক্তি পেঁয়াজ, রসুন এবং পেঁয়াজের মতো গন্ধ হয় এমন কোনো সবজী খাবে, সে যেন আমাদের মসজিদের ধারে কাছেও না আসে, কেননা; মানুষ যে খারাপ গন্ধ দ্বারা কষ্ট পায়, ফিরিস্তারাও তদ্রূপ কষ্ট পায়। (সহীহ মুসলিম ৫৬৪)
তবে যদি এগুলো সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার মজবুত ব্যবস্থা রাখা হয় এবং মসজিদ কর্তৃপক্ষের অনুমতি থাকে তাহলে উন্মুক্ত রাখা যাবে। (ফাতাওয়া ইবনু তাইমিয়া ৩১/২৫৮)
আল্লাহ তাআলা বলেন,
لَا تَقُمْ فِيهِ أَبَدًا ۚ لَّمَسْجِدٌ أُسِّسَ عَلَى التَّقْوَىٰ مِنْ أَوَّلِ يَوْمٍ أَحَقُّ أَن تَقُومَ فِيهِ ۚ فِيهِ رِجَالٌ يُحِبُّونَ أَن يَتَطَهَّرُوا ۚ وَاللَّهُ يُحِبُّ الْمُطَّهِّرِينَ
তুমি কখনো ওতে (নামাযের জন্য) দাঁড়াবে না; অবশ্যই যে মসজিদের ভিত্তি প্রথম দিন হতেই আল্লাহভীতির উপর স্থাপিত হয়েছে, তাতেই (নামাযের জন্য) দাঁড়ানো তোমার অধিক সমুচিত। সেখানে এমন সব লোক রয়েছে যারা উত্তমরূপে পবিত্র হওয়াকে পছন্দ করে। আর আল্লাহ উত্তমরূপে পবিত্রতা সম্পাদনকারীদেরকে পছন্দ করেন। (সূরা তাওবা ১০৮)

والله اعلم بالصواب

শাইখ উমায়ের কোব্বাদী সিনিয়র মুহাদ্দিস, মাদরাসা দারুর রাশাদ, মিরপুর খতীব, বাইতুল ফালাহ জামে মসজিদ, মিরপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন