আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

স্বপ্নদোষ কথাটাই ভুল

প্রশ্নঃ ২৩৯৬৭. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, শায়েখ আশা করি ভাল আছেন। আমার প্রশ্ন হলোঃ ১. মাকরূহ শর্ব্দের অর্থ কি? ২. ঘনঘন সপ্ন দোষ হয়।( সপ্তাহে ২-৩ দিন) সপ্ন দোষ থেকে বাচার জন্য কি হস্তমৈথুন করা যাবে?

২৭ অক্টোবর, ২০২২
কেন্দুয়া

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم





মাহরাুহ অর্থ: অপছন্দনীয়। তবে এটা শরঈ একটি পরিভাষা। কাজেই যে কোনো অপছন্দনীয় বিষয়কেই মাকরুহ বলা যাবে না।
২. না স্বপ্নদোষ থেকে বাঁচতে হস্তমৈথুন করা যাবে না। হস্তমৈথুন সম্পর্কে এবং তা থেকে বাঁচার উপায় জানতে নিচের রেফারেন্স উত্তরটি দেখুন।

আসলেই কি স্বপ্ন মানুষের দোষ?
ঘুমে যৌন উত্তেজনার কারণে বীর্যপাত হওয়াকে যদিও আমাদের সমাজে স্বপ্নদোষ বলে উল্লেখ করা হয়। কিন্তু আসলে এখানে যিনি স্বপ্ন দেখেছেন তার কোনো দোষ নেই। এবং এজাতীয় স্বপ্নের পিছনে অনেক ক্ষেত্রেই বিশেষ কোনো কারণ থাকে না। এটা মানবজীবনের একটা স্বাভাবিক প্রক্রিয়া। এর মাধ্যমে মূলত মানুষের দেহে স্থীরতা তৈরী হয়। মূত্রথলি ভরে গেলে যেমন পেশাব বের হয় ঠিক মানুষ বয়প্রাপ্ত হওয়ার পর তার শরীরেও বীর্য উৎপাদিত হয়ে একটি থলিতে জমা হয়। এখন যদি সে স্ত্রীর সাথে মিলনের মাধ্যমে সেটা বের করে তাহলে তার শরীর স্বাভাবিক থাকে। কিন্তু যাদের স্ত্রী ব্যবহারের সুযোগ নেই তাদের সেই বীর্যটা ঘুমের মধ্যে বেরিয়ে আসে। বিশেষজ্ঞ ডাক্তারের মতে কোনো কোনো পুরুষের ক্ষেত্রে সেটা সপ্তাহে তিন থেকে চারবারও হতে পারে। সাধারণত বৈবাহিক জীবনে পরিমানমত স্ত্রী সহাবাস করলে সেটা আর থাকে না। কথিত হারবাল ব্যবসায়ীরা চকদার এবং বিভিন্ন অবাস্তব, কাল্পনিক এবং মিথ্যা গল্প শোনিয়ে এটাকে মানুষের সামনে মারাত্মত রোগ হিসেবে প্রচার করে। এমনকি তাদের প্রোপাগান্ডর শিকার হয়ে মানুষ নিজের বৈবাহিক জীবন সম্পর্কেও দুঃস্বপ্ন দেখতে থাকে। মূলতা এটাই তাদের পেটের সম্বল। তা না হলে মানুষ তাদের কাছে ঘেঁষতো না। এরাও এক প্রকারের যৌন ব্যবসায়ী। কাজেই তাদের থেকে সাবধান থাকুন।

والله اعلم بالصواب

মুফতি সাইদুজ্জামান কাসেমি শিক্ষক, জামিয়া ইসলামিয়া ইবরাহিমিয়া দারুল উলুম মেরাজনগর, কদমতলী, ঢাকা।
প্রসঙ্গসমূহ:

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন