আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে এবং পুজা উপলক্ষে সহযোগিতা করা

প্রশ্নঃ ২৩৯৩৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ঈদে মিলাদুন্নবী উপলক্ষে এবং পুজা উপলক্ষে আমাদের এলাকায় অনেকে চাল নিতে আসে। না দিতে চাইলে অনেক কথাও শোনায়। তাই দিয়ে থাকি। এতে কি গুনাহ হবে?

১৫ নভেম্বর, ২০২২
নরসিংদী

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


এক- পারস্পরিক সাহায্য-সহযোগিতার ক্ষেত্রে ইসলামের মূলনীতি হল, সাহায্য-সহযোগিতা হতে হবে শুধু সৎকর্ম ও আল্লাহভীতির ক্ষেত্রে। গুনাহ ও জুলুমের ক্ষেত্রে কাউকে সহযোগিতা করা যাবে না। আল্লাহ তাআলা বলেন,
وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَى وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ
তোমরা সৎকর্ম ও আল্লাহভীতিতে একে অন্যের সহযোগিতা করো, গুনাহ ও জুলুমের কাজে একে অন্যের সহায়তা করো না। (সূরা মায়েদা ২)

দুই- উক্ত মুলনীতির আলোকে বলা যায়, যেহেতু প্রচলিত ঈদে মিলাদুন্নবী কুরআন-সুন্নাহ, খোলাফায়ে রাশেদীন ও তাবেয়ীদের প্রদর্শিত পথ নয় বিধায় নিঃসন্দেহে একটি বিদআ'তি কাজ। তাই এখানে সহযোগিতা করাও জায়েয হবে না।
আর অমুসলিমদের ধর্মীয় উৎসব পুজায় সহযোগিতার বিষয়টি আরো ভয়াবহ। এখানে সহযোগিতা করা কেবল নাজায়েযই নয়; বরং কুফরির সমতুল্য। যেমন, আল্লামা ইবন নুজাইম মিসরি রহ. বলেন,
(وَالْإِعْطَاءُ بِاسْمِ النَّيْرُوزِ وَالْمِهْرَجَانِ لَا يَجُوزُ) أَيْ الْهَدَايَا بِاسْمِ هَذَيْنِ الْيَوْمَيْنِ حَرَامٌ بَلْ كُفْرٌ
নওরোজ ও মেলার নামে কিছু দেয়া নাজায়েয। অর্থাৎ এ দুই দিনের নামে প্রদত্ত হাদিয়া হারাম; বরং কুফরি। (তাবইনুল হাকায়েক ৬/২২৮)

তিন- অনেক সময় মুসলিমরা বিভিন্ন কারণে পূজা ইত্যাদিতে সাহায্য করতে বাধ্য হয়। এরূপ পরিপ্রেক্ষিতে সে ইসলাম থেকে বের হয়ে গেছে কিংবা তার বিয়ে ভেঙ্গে গেছে মর্মে ফতওয়া দেয়া যাবে না। তবে কাজটি নিঃসন্দেহে অন্যায় ও ঈমানের দুর্বলতার আলামত। তাই কেউ করে ফেললে তাওবা করতে হবে। (ফাতাওয়া রাহিমিয়া ১/৬৮)
মুসলমানের উচিত তার ধর্ম নিয়ে গর্ববোধ করা। ধর্মীয় বিধানগুলো বাস্তবায়ন করা। লজ্জাবোধ করে অথবা সৌজন্য দেখাতে গিয়ে এক্ষেত্রে কোন শৈথিল্য না দেখানো। বরং আল্লাহকে লজ্জাবোধ করা অধিক যুক্তিযুক্ত।

والله اعلم بالصواب

শাইখ উমায়ের কোব্বাদী সিনিয়র মুহাদ্দিস, মাদরাসা দারুর রাশাদ, মিরপুর খতীব, বাইতুল ফালাহ জামে মসজিদ, মিরপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন