আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

পিতামাতার অন্যায় আদেশ পালনের বিধান

প্রশ্নঃ ২১৩৮৯. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, পিতামাতা যদি ঘুশ দিয়ে চাকুরি নেবার জন্য জোর করে! সেহ্মেত্রে সন্তান যদি বাধ্য হয়ে ঘুশ দিয়ে চাকুরি নেয় তাহলে কি সন্তানের গুনাহ হবে আর চুরি করা কি বান্দাঘটিত গুনাহ?! বিস্তারিত বলবেন

২৫ নভেম্বর, ২০২৪
৪F৭P+WV৩

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


ঘুষ দেওয়া ও নেওয়া স্পষ্ট হারাম। হাদিসে এসেছে, ‘আল্লাহর রাসুল (সা.) ঘুষদাতা ও ঘুষগ্রহণকারী উভয়কেই অভিসম্পাত করেছেন।-(আবু দাউদ, হাদিস নং : ৩৫৮২)

হাদিসের আলোকে বোঝা যায়, ঘুষ দিয়ে চাকরি নেওয়া জায়েজ নয়। এভাবে চাকরি নিলে ঘুষ দেওয়ার কারণে কবিরা গুনাহ হয়, আবার ঘুষ গ্রহণের কারণেও বড় গোনাহে লিপ্ত হয়। অন্যদিকে ঘুষদাতা কর্মের অযোগ্য হলে অন্য যোগ্য চাকরিপ্রার্থীর অধিকার নষ্ট করার গুনাহও হয়।

বাবা-মায়ের আদেশ পালনার্থে ঘুস দিয়ে চাকুরী নেওয়া জায়েজ হওয়ার তো কোনো প্রশ্নই আসে না!!
কেননা রাসূল সাল্লাল্লাহু আলাই সাল্লাম ইরশাদ করেন -لا طاعة لمخلوق في معصية الخالق অর্থাৎ আল্লাহ তায়ালার অবাধ্যতা হয়ে কোন বান্দার আনুগত্যতা করা জায়েজ হবে নেই! বরং কোন কোন ক্ষেত্রে এটা ঈমান ভঙ্গেরও কারণ হতে পারে!

তবে কেউ যদি বাস্তবেই চাকরির যোগ্য হয় এবং (ঘুষ প্রদান হারাম হওয়া সত্ত্বেও) ঘুষ দিয়ে চাকরি নেয়। আর পরে সে যদি যথাযোগ্য দক্ষতা ও নিপুণতার সঙ্গে দায়িত্ব পালন করে, তাহলে এভাবে চাকরি নেওয়া অবৈধ ও গোনাহ হলেও বেতন হালাল হবে। কিন্তু ঘুষদাতা যদি কর্মক্ষেত্রে অযোগ্য হয় এবং সঠিকভাবে দায়িত্ব পালনে ব্যর্থ হয়, তাহলে তার জন্য ওই চাকরিতে থাকা বৈধ হবে না। আর ঠিকমতো দায়িত্ব পালন না করে বেতন নেওয়াও বৈধ হবে না। (তিরমিজি, হাদিস : ১৩৩৭)

والله اعلم بالصواب

মুফতি সাইদুজ্জামান কাসেমি বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন