আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ২০৪৪৫. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মুহারাম,আমাদের মহল্লা মসজিদ দুতলা বিশিষ্ট তবে ২য় তলায় হিফয বিভাগের ব্যবস্হা করা হয়েছে। এখন আমার প্রশ্ন হলো ১ম তলায় মুসল্লিদের ১ম জামাত করার পর ২য় তলায় নিয়মিত ছাত্রের ২য় জামাতের হুকুম কি? জানালে খুবই উপকৃত হবো।

১৯ জুলাই, ২০২২
ঢাকা

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم





স্বাভাবিকভাবে মহল্লার মসজিদে দ্বিতীয় জামাত করা মকরুহ। সেখানে নিয়মিত দ্বিতীয় জামাত করার বিষয়টির নিষিদ্ধতা খুব সহজেই অনুমেয়।

সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনাদের মসজিদে ছাত্রদের নিয়ে নিয়মিত দ্বিতীয় জামাত করা যাবে না। বরং জামাতের সময়সূচি কিছুটা অগ্রপশ্চাৎ করে একই জামাতে নামাজ আদায় করতে হবে।


وَيُكْرَهُ تَكْرَارُ الْجَمَاعَةِ بِأَذَانٍ وَإِقَامَةٍ فِي مَسْجِدِ مَحَلَّةٍ لَا فِي مَسْجِدِ طَرِيقٍ أَوْ مَسْجِدٍ لَا إمَامَ لَهُ وَلَا مُؤَذِّنَ (رد المحتار، كتاب الصلاة، باب الامامة-2/288

أَنَّهُ – عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ – كَانَ خَرَجَ لِيُصْلِحَ بَيْنَ قَوْمٍ فَعَادَ إلَى الْمَسْجِدِ وَقَدْ صَلَّى أَهْلُ الْمَسْجِدِ فَرَجَعَ إلَى مَنْزِلِهِ فَجَمَعَ أَهْلَهُ وَصَلَّى» وَلَوْ جَازَ ذَلِكَ لَمَا اخْتَارَ الصَّلَاةَ فِي بَيْتِهِ عَلَى الْجَمَاعَةِ فِي الْمَسْجِدِ وَلِأَنَّ فِي الْإِطْلَاقِ هَكَذَا تَقْلِيلُ الْجَمَاعَةِ مَعْنًى، فَإِنَّهُمْ لَا يَجْتَمِعُونَ إذَا عَلِمُوا أَنَّهُمْ لَا تَفُوتُهُمْ.

وَأَمَّا مَسْجِدُ الشَّارِعِ فَالنَّاسُ فِيهِ سَوَاءٌ لَا اخْتِصَاصَ لَهُ بِفَرِيقٍ دُونَ فَرِيقٍ اهـ (رد المحتار، كتاب الصلاة، باب الامامة-2/288

والله اعلم بالصواب

মুফতি সাইদুজ্জামান কাসেমি বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর
প্রসঙ্গসমূহ:

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন

এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর