আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ১৯১৩১. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ফাযায়েল আমল পড়া যাবে কি?

১২ জুন, ২০২২
ঢাকা

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم





ফাজায়েলে আমাল গ্রন্থটি শাইখুল হাদীস হযরত মাওলানা জাকারিয়া কান্ধলবী রহ. কর্তৃক লিখিত একটি বহুল পঠিতব্য কিতাব। এটি পৃথিবীর ইতিহাসে মানুষের লেখা কিতাবসমূহের মধ্যে সর্বাধিক পঠিত কিতাব। বিশ্বের প্রায় প্রতিটি ভাষায়ই যার একাধিক অনুবাদ রয়েছে আলহামদুলিল্লাহ।

কিতাব টির মূল বিষয়বস্তু হলো ইমান আমাল সম্পর্কে গাফেল, পথহারা, আল্লাহভোলা মানুষের মাঝে আমলের আগ্রহ ও উদ্দীপনা তৈরী করা। পৃথিবীর লক্ষকোটি মানুষ এই কিতাবটি পড়ে আমলের প্রতি উদ্ভুদ্ধ হচ্ছে আলহামদুলিল্লাহ।

কিতাবটিতে শরীয়তের খুঁটিনাটি কিংবা ফিকহী গুরুত্বপূর্ণ কোনো মাসায়েল আলোচনা করা হয়নি। যার ফলে এই কিতাব পাঠ করে যারা আমলে উৎসাহী হন তারা ওলামায়ে কেরামের কাছে গিয়ে মাসায়েল শিখে আমলে ব্রতী হন। কাজেই উদ্দেশ্যের বিবেচনায় কিতাবখানি শতভাগ সাফল। সুতরাং যারা নিজেদের ইমান আমল সুন্দর করতে চায় তাদের জন্য "ফাজায়েলে আমাল'' কিতাবটি একটি সর্বোত্তম পাথেয় হিসেবেই বিবেচ্য।

যারা কিতাব টির সমালোচনা করেন আসলে তারা হয়তো না জেনে সমালোচনা করেন, কিংবা বিদ্বেষের বশবর্তী হয়েই করেন।

সমালোচনাকারীদের একটি বড় অভিযোগ এই কিতাবের মধ্যে জয়ীফ হাদিস আছে। অথচ জয়ীফ হাদিস থাকলেই যে কোনো কিতাব প্রত্যাখ্যাত হয়ে যায় বিষয়টি এমন নয়। যার দৃষ্টান্ত হাদিসের বড়বড় গ্রন্থসমূহ। সেগুলোতে অসংখ্য জয়ীফ হাদিস থাকা সত্বেও উম্মতের সংখ্যাগরিষ্ঠ মানুষ সেগুলো গ্রহন করে নিয়েছে। এখন জয়ীফ হাদিসের ওপর আমল করা যাবে কি না সেটা একটা স্বতন্ত্র বিষয়। এরজন্য নিচের রেফারেন্স উত্তরটি দেখুন। তবে ফাজায়েলে আমলা কিতাবটি পড়া যাবে না বলে যারা অভিযোগ করেন তাদের এই অভিযোগ সম্পূর্ণভাবে ভিত্তিহীন।

والله اعلم بالصواب

মুফতি সাইদুজ্জামান কাসেমি বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর
প্রসঙ্গসমূহ:

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন

এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর