সফলতার সোপান
প্রশ্নঃ ১৮৯৬৫. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এমন আমলের কথা বলুন যার দ্বারা আমি জীবনের সকল ক্ষেত্রে সফলতা অর্জন করবো এবং কম বয়সেই ধনী হতে পারবো
২২ জানুয়ারী, ২০২৫
মীরসরাই
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
সম্মানিত প্রশ্নকারী!
পৃথিবীর এই ক্ষুদ্র জীবনে প্রতিটি মানুষ সফলতা চায়। সবাই চায় সফল হতে। ছোট-বড়, শিশুকিশোর, আবাল-বৃদ্ধ-বনিতা, ধনী গরীব সকলের একমাত্র চেষ্টা- জীবনের সকল ক্ষেত্রে সফলতা। যিনি বৈধ ও হালালভাবে জীবিকা নির্বাহ করেন তিনি সফলতার প্রত্যাশী। যিনি অবৈধ ও হারামভাবে উদরপূর্তি করেন তিনিও সফলতার ভিখারি। কিন্তু দিন শেষে সকলেই কি সফল? সফলতার সোপান ই বা তাহলে কি?
এই প্রশ্নের উত্তর দিতেই এই দীর্ঘ অবতারণা। আমরা আল্লাহ তা'আলার ইলাহ। তিনিই আমাদের খালেক। আমাদের সফলতা ব্যর্থতা একমাত্র তার নির্দেশিত পথেই।
আল্লাহ তায়ালা পবিত্র কোরআনের সফল মানুষের পরিচয় তুলে ধরেছেন। সূরাতুল মমিনুনের প্রথম ১১টি আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন,
قَدْ أَفْلَحَ المؤمنون الَّذِينَ هُمْ فِي صَلَاتِهِمْ خَاشِعُونَ وَالَّذِينَ هُم ْعَنِ اللَّغْوِ مُعْرِضُونَ وَالَّذِينَ هُمْ لِلزَّكَاةِ فَاعِلُونَ وَالَّذِينَ هُمْ لِفُروجِهِمْ حَافِظُونَ إِلَّا عَلَى أَزْوَاجِهِمْ أوْ مَا مَلَكَتْ أَيْمَانُهُمْ فَإِنَّهُمْ غَيْرُ مَلُومِينَ فَمَنِ ابْتَغَى وَرَاء ذَلِكَ فَأُوْلَئِكَ هُمُ الْعَادُون َ وَالَّذِينَ همْ لِأَمَانَاتِهِمْ وَعَهْدِهِمْ رَاعُونَ وَالَّذِينَ هُمْ عَلَى صَلَوَاتِهِمْ يُحَافِظُونَ أُوْلَئِكَ هُمُ الْوَارِثُونَ الَّذِينَ يَرِثُونَ الْفِرْدَوْسَ هُمْ فِيهَا خَالدُونَ [سورة المؤمنون:1-11].
নিশ্চয়ই সফলতা অর্জন করেছে মুমিনগণ যারা নিজদের নামাজে বিনয়াবনত। আর যারা অনর্থক কথাকর্ম থেকে বিরত থাকে। আর যারা যাকাতের ক্ষেত্রে সক্রিয়। (হিসাব কষে যাকাত প্রদান করে)
আর যারা তাদের নিজদের লজ্জাস্থানের হেফাজতকারী। তবে তাদের স্ত্রী ও তাদের অধীনস্থ দাসী ছাড়া, নিশ্চয় এতে তারা নিন্দিত হবে না। অতঃপর যারা এদের ছাড়া অন্যকে কামনা করে তারাই সীমালঙ্ঘনকারী। আর যারা নিজদের আমানতসমূহ ও অঙ্গীকারে যত্নবান। আর যারা নিজদের সালাতসমূহ হেফাজত করে। তারাই হবে ওয়ারিস। যারা জান্নাতুল ফেরদাউসের অধিকারী হবে। তারা সেখানে স্থায়ী হবে। (সুরা মুমিনুন,আয়াত-১-১১)
জীবনের লক্ষ্য স্থির করতে পারা এটা জীবনের অন্যতম সফলতা। এ মর্মে আল্লাহ তায়ালা সূরাতুল মুলক এর 2 নং আয়াতে ইরশাদ করেন,
الَّذِي خَلَقَ الْمَوْتَ وَالْحَيَاةَ لِيَبْلُوَكُمْ أَيُّكُمْ أَحْسَنُ عَمَلًا ۚ وَهُوَ الْعَزِيزُ الْغَفُورُ
অর্থঃ যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন তােমাদেরকে পরীক্ষা করার জন্য যে, কর্মে তােমাদের মধ্যে কে উত্তম। তিনিই পরিপূর্ণ ক্ষমতার মালিক, অতি ক্ষমাশীল।
এই আয়াতে আল্লাহ তা'আলা জীবন-মৃত্যু সৃষ্টির একমাত্র লক্ষ্য মানব জাতীর পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার ব্যাপারে উল্লেখ করেছেন।সুতরাং বুঝা গেল আল্লাহ তাআলা কর্তৃক পরীক্ষায় উত্তীর্ণ হওয়া এটাই মানবজাতির প্রকৃত সফলতা।
আল্লাহ তায়ালার ভয় অর্জন করা মানবজীবনে সফলতার একটি অন্যতম মানদণ্ড। আল্লাহ সুরাতুল হুজরাতের ১৩ নং আয়াতে ইরশাদ করেন,
إِنَّ أَكْرَمَكُمْ عِندَ اللَّهِ أَتْقَاكُمْ ۚ إِنَّ اللَّهَ عَلِيمٌ خَبِيرٌ
অর্থঃ প্রকৃতপক্ষে তােমাদের মধ্যে আল্লাহর কাছে সর্বাপেক্ষা বেশি মর্যাদাবান সেই, যে তােমাদের মধ্যে সর্বাপেক্ষা বেশি মুত্তাকী। নিশ্চয়ই আল্লাহ সবকিছু জানেন, সবকিছু সম্পর্কে অবহিত।
যে ব্যক্তি আল্লাহকে ভয় করে চলে তিনি দুনিয়া ও আখিরাত উভয় জগতেই সম্মানিত হয়। সকলেই তাকে বিশ্বাস করে, ভালোবাসে। অন্যত্র আল্লাহ বলেন-
وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا
وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ ۚ وَمَن يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ ۚ إِنَّ اللَّهَ بَالِغُ أَمْرِهِ ۚ قَدْ جَعَلَ اللَّهُ لِكُلِّ شَيْءٍ قَدْرًا
যে আল্লাহকে ভয় করে, তিনি তার জন্য উত্তরণের পথ তৈরী করে দেন। এবং তাকে এমন স্থান থেকে রিযিকদান করবেন, যা তার ধারণার বাইরে। যে-কেউ আল্লাহর উপর নির্ভর করে, আল্লাহই তার (কর্ম সম্পাদনের ) জন্য যথেষ্ট। নিশ্চিয়ই আল্লাহ তার কাজ পূরণ করেই থাকেন। (অবশ্য) আল্লাহ সবকিছুর জন্য একটা পরিমাণ নির্দিষ্ট করে রেখেছেন।
সম্মানিত ভাই আশা করছি এই দীর্ঘ আলোচনা থেকে আপনি নিশ্চয়ই সফলতার মাপকাঠি এবং তার পথ খুঁজে পেয়েছেন। এটাই চির সত্য যে, যিনি যত বেশী মুত্তাকী দুনিয়া ও আখেরাতে তিনি তই সফল। এবং যিনি আল্লাহকে ভয় করবেন আল্লাহ তায়ালা তার জন্য অফুরন্ত রিজিকের দ্বার উন্মোচন করে দিবেন। আল্লাহ তায়ালা আামাদের বুঝার এবং আমল করার তাওফিক দান করুন। আমিন।
والله اعلم بالصواب
মুফতি সাইদুজ্জামান কাসেমি
বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৪
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১