আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ১৮৬০৮. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তাই আশা করছি সম্পূর্ণ ভালো করে উত্তর দেবেন। আমি ভারত এ থাকি আমি এক ক্লাস ১০ এর ছাত্র আমি জানতে চাই ভারত এর মত সেক্যুলার দেশ এ দৃষ্টি সংযত রাখা খুবই কঠিন এবং বিশেষ করে ছাত্র দের জন্য কারণ প্রায় সব জায়গায় নারী আর নারী আমি কিভাবে দৃষ্টি সংযত রাখবো বুঝতে পারছি না আল্লাহর কসম আমি চাই না এই ছেলে মেয়েদের একসাথে মেলামেশায় থাকতে কিন্তু সব জায়গায় প্রায় এক অবস্থা আমি কি করবো খুব হতাশ হয়ে যাচ্ছি আমি ঘরে অথবা কাউকে বলতে ও পারি না কারণ তারা আমাকে উল্টে জিনা এর দিকে উৎসাহিত করবে তাদের কাছে এইসব কিছু ই না দয়া করে আমাকে কিছু বলুন কি করবো এই পরিস্থিতি তে । আর একটা বিষয় আমি পড়াশোনা করি তার জন্য হয়তো নামাজ কাজা হয়ে যাবে অথবা কোনো কোনো সময় ঈশা এর নামাজ জামাত এর পড়তে পারবো না তাই আমি নামাজ কাজ হওয়ার চেয়ে ভালো ঈশার এর নামাজ কোনো কোনো সময় ঘরে পড়ি কিন্তু এটা তো মুনাফিক এর লক্ষণ আমাকে নিজেকে মুনাফিক মনে হয় মনে হয় ঘর বাড়ি সব ছেড়ে হিজরত করে চলে যায়।।।। আশা করছি ভালো করে উত্তর দেবেন কারণ ৭ দিন আমি আর প্রশ্ন করতে পারবো।। আমার জন্য দুআ করবেন

২১ মে, ২০২২
Howrah, Howrah, West Bengal, India

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم





১. নিচের রেফারেন্স উত্তরটি দেখুন।
২. কোচিং বা পড়ার সময় পরিবর্ত করে নিন।কেননা হাদীস শরীফে এসেছেঃ
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ " صَلاَةُ الرَّجُلِ فِي بَيْتِهِ بِصَلاَةٍ وَصَلاَتُهُ فِي مَسْجِدِ الْقَبَائِلِ بِخَمْسٍ وَعِشْرِينَ صَلاَةً وَصَلاَتُهُ فِي الْمَسْجِدِ الَّذِي يُجَمَّعُ فِيهِ بِخَمْسِمِائَةِ صَلاَةٍ وَصَلاَةٌ فِي الْمَسْجِدِ الأَقْصَى بِخَمْسِينَ أَلْفِ صَلاَةٍ وَصَلاَةٌ فِي مَسْجِدِي بِخَمْسِينَ أَلْفِ صَلاَةٍ وَصَلاَةٌ فِي الْمَسْجِدِ الْحَرَامِ بِمِائَةِ أَلْفِ صَلاَةٍ " .
আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কেউ যদি তার ঘরে সলাত আদায় করে, তাহলে তার এ সলাত এক সলাতের সমান। আর যদি সে এলাকার পাঞ্জেগানা মাসজিদে সলাত আদায় করে তাহলে তার এই সলাত পঁচিশ সলাতের সমান। আর সে যদি জুমু‘আহ্ মাসজিদে সলাত আদায় করে তাহলে তার সলাত পাঁচশত সলাতের সমান। সে যদি মাসজিদে আক্বসা (আকসা) অর্থাৎ- বায়তুল মাক্বদিসে সলাত আদায় করে, তার এ সলাত পঞ্চাশ হাজার সলাতের সমান। আর যদি আমার মাসজিদে (মাসজিদে নাবাবী) সলাত আদায় করে তার এ সলাত পঞ্চাশ হাজার সলাতের সমান। আর সে যদি মাসজিদুল হারামে সলাত (সালাত/নামায/নামাজ) আদায় করে তবে তার সলাত এক লাখ সলাতের সমান।

কাজেই যথাসাথ্য জামাতে নামাজ আদায়ের এহতেমাম করুন। একান্ত না পারলে ওয়াক্তের ভেতরে একাকী হলেও আদায় করে নিন। আর আল্লাহ তায়ালার কাছে দোয়া করতে থাকুন। যেন তিনি জামাতে নামাজ আদায়ের উত্তম ব্যবস্থা করে দেন।

والله اعلم بالصواب

মুফতি সাইদুজ্জামান কাসেমি বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন

এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

#১২৫৯৮
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
শাইখ আমার ২টি প্রশ্ন ছিল।
উত্তর দিলে অনেক কৃতজ্ঞ হব..!

১. জুম্মা মোবারক বলা কি বিদাত..?
২. আমরা নব হিদায়াত পাওয়ার পর দেখছি,
আমাদের আশেপাশে চারিদিকেই শুধু ফিতনা আর ফিতনা।
যদিও হিদায়েত পাওয়ার আগে এগুলো সবই স্বাভাবিক মনে হতো। আমি শুনেছি গায়রে মাহরাম পুরুষদের চোখে চোখ রেখে কথা বললে গুনাহ হয়। আমারা যারা জেনারেল লাইনে পড়াশুনা করি তাদের সর্বদাই স্কুল, কলেজে গায়রে মাহরম শিক্ষকদের সাথে পড়াবিষয়ক কথা বলার প্রয়োজনে চোখে চোখ রেখে কথা বলতে হয়। সম্প্রতি H.S.C পরিক্ষা দিয়েছি। এখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য নিজেকে প্রস্তুত করছি। কিন্তু এইযে গায়রে মাহরমের বিষয় ও আরও নামারকম বিষয় গুলো যা ফিতনার সাথে সম্পর্কিত আমাকে দারুণভাবে ভাবাচ্ছে। যদিও আমি শিক্ষা অর্জন করে এর আলোকে ইসলামেরই খিদমত করতে চাই,
আমাকে দয়া করে কিছু পরামর্শ দিলে খুব উপকৃত হব..!!

অগ্রিম ধন্যবাদ।
আল্লাহ আপনাকে নেক প্রতিদান দান করুক।
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতি সাইদুজ্জামান কাসেমি
১৪ জানুয়ারী, ২০২২
Shiruail