আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

তাহমীদ এবং তাসমী বলার সময়

প্রশ্নঃ ১৮৬০৪. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সামি আল্লাহ হুলিমান হামিদা এবং রব্বানা লাকাল হামদ এই দোয়া দুটি মুক্তাদির জন্য কখন কোনটা আর ইমামের জন্য কখন কোনটা পরতে হয়?যেমন মুক্তাদি কি শুধু রব্বানা লাকাল হামদ পড়বে আর যদি তাই হয় তাহলে উঠার সময় পড়বে নাকি সুজা হয়ে দাঁড়িয়ে পড়বে,, আর ইমাম সাহেব কু দুনটাই পড়বে নাকি, একটু বিস্তারিত জানালে কঠিন উপক্রিত হব,,,,,

২৬ অক্টোবর, ২০২৩
জয়দেবপুর - টাঙ্গাইল মহাসড়ক

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


ইমাম সাহেব শুধু সামিয়াল্লাহু লিমান হামিদাহ্ বলবেন। আর তারপর মুক্তাদি দাড়িয়ে বলবে রাব্বানা লাকাল হামদ। কেউ একাকী নামাজ পড়লে দুটোই পড়বে।
عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال : “إذا قال الإمام سمع الله لمن حمده فقولوا اللهم ربنا لك الحمد فإن من وافق قوله قول الملائكة غفر له ما تقدم من ذنبه” وفي رواية: فقولوا ربنا ولك الحمد” رواه البخاري ومسلم .

والله اعلم بالصواب

মুফতি সাইদুজ্জামান কাসেমি বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর
প্রসঙ্গসমূহ:

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন

এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর