আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ১৮৫৩২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামুয়ালাইকুম,হযরত আমি যদি আমার ছেলে/মেয়ের আকীকা কুরবানীর সাথে দিতে চাই,তাহলে কি দিতে পারবো? আর যদি দেওয়া যায় তাহলে এর সম্পুর্ন নিয়মকানুন দয়া করে জানাবেন। অনেকে বলে কুরবানীর সাথে আকীকা দিলে নাকি মা/বাবা ঐ কোরবানির পশুর গোস্ত খেতে পারবে না !!। সকল মতবাদ গুলো আলোচনা করে দিলে আমি উপকৃত হতাম। হযরত লেখায় যদি কোন বেয়াদবি হয়ে থাকে ক্ষমা করে দিবেন।

২০ মে, ২০২২
Erta-১৮২০

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم






কুরবানীর সাথে আকিকা করা জায়েজ আছে। তবে আকিকা ও কুরবানী আলাদা করােই উত্তম। বিস্তারিত জানতে নিচের রেফারেন্স উত্তরটি দেখুন।

والله اعلم بالصواب

মুফতি সাইদুজ্জামান কাসেমি বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর
প্রসঙ্গসমূহ:

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন

এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর