আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ১৮১৯৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার হায়েয হওয়ার পর প্রথম রমজানে আমার হায়েয অবস্থায় ৬টি রোজা ভঙ্গ হয়। কিন্তু এ বছরের আগে যখন আমার রোজা ফরজ ছিল না তখন আমি প্রতি বছর রোজা ভঙ্গ করতাম। তাই এই বছরেও আমি হায়েয অবস্থায় ৬টা রোজা ভঙ্গ করার পরেও না বুঝে ইচ্ছে করে আরও ৪ টি রোজা ভঙ্গ করি। তবে পরে আমি ১০ টা রোজারি কাযা আদায় করি।অর্থাৎ,হায়েয অবস্থায় ৬টা আর না বুঝে ৪ টা, এই ১০ টা।এখন প্রশ্ন হলোঃ আমি যে না বুঝে ৪ টা রোজা ভঙ্গ করেছি এগুলোর কি কাফফারা দিতে হবে?দয়া করে জানাবেন।

৮ মে, ২০২২
সিলেট

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم





ওই চারটি রোজা যদি আপনি শুরু থেকেই (সাহরির সময় থেকে) না রেখে থাকেন তাহলে সেগুলোর জন্য কাজাই যথেষ্ট হবে। কাফফারা দিতে হবে না।

কিন্তু দিনের শুরুটা যদি রোজা অবস্থায় হয় এবং পরবর্তীতে আপনি রোজাগুলো ভেঙ্গে থাকেন তাহলে কাজার সাথে সাথে সেগুলোর কাফফারাও আদায় করতে হবে।

#রোজার কাফফারা সম্পর্কে জানতে নিচের রেফারেন্স উত্তরটি দেখুন।

والله اعلم بالصواب

মুফতি সাইদুজ্জামান কাসেমি বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর
প্রসঙ্গসমূহ:

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন