আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ১৭৫০৪. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তারাবির নামাজে বসে ইমামতি করা যাবে?

২৬ এপ্রিল, ২০২২
নারায়নগঞ্জ

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم





ইমাম যমিনে বসে সমতলে সিজদা করে নামায পড়ায় তাহলে তার পেছনে সুস্থ ব্যক্তিদের দাঁড়িয়ে ইক্তেদা করা সহীহ । তবে তিনি যদি ইশারায় রুকু সেজদা করেন তাহলে তার পেছনে সুস্থ ব্যক্তিদের ইক্তেদা সহীহ নয়।

সহীহ বুখারী-হাদীস ৬৮৯ #উমদাতুল কারী ৫/২১৯ #ফাতাওয়া খানিয়া ১/২৪৩; #খুলাসাতুল ফাতাওয়া ১/৬৫ #হালবাতুল মুজাল্লী ২/৩৬৯ #ফাতাওয়া বায্যাযিয়া ১/৩০

والله اعلم بالصواب

মুফতি সাইদুজ্জামান কাসেমি বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর
প্রসঙ্গসমূহ:

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন