আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ১৫২৪০. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার দুইটি ইস্ত্রী আছে একজনকে বেশি ভালোবাসি অপরজনকে কম এর প্রতিদান পরকালে কি পাওয়া যাবে?

২১ মার্চ, ২০২২
সাপাহার

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم




দুই বিষয়ে সমতা রক্ষা করা অতীব প্রয়োজন। স্ত্রীদের সঙ্গে রাতযাপন ও ভরণ-পোষণ। এ দুই অধিকার উভয় স্ত্রীর ক্ষেত্রে সমানভাবে স্বামীকে পালন করে যেতে হবে। কোন স্ত্রী সুন্দর বা অসুন্দর, আর কোনটি কুমারী বা বিধবা তা পার্থক্য করা যাবে না। কিন্তু কোনো স্ত্রীর প্রতি মনের ভালোবাসা বেশি হওয়া, আবার অন্য স্ত্রীর প্রতি কম হওয়া তা সমতার অন্তর্ভুক্ত নয়। কেননা, এটি মনের বিষয়, আর মনের ওপর কারও কোনো অধিকার নেই। একাধিক স্ত্রীর ক্ষেত্রে শুধু রাতযাপন ও খরচাপাতি এ দুই বিষয়ে সমতা ধর্তব্য। এটাই হলো একাধিক স্ত্রীর মধ্যে সমতা রক্ষার ইসলামি শরিয় বিধান।

স্ত্রীদের মধ্যে সমতা রক্ষা না করলে স্বামীকে পরকালে আল্লাহ তায়ালার দরবারে জবাবদিহি করতে হবে। স্ত্রীদের অধিকার অনাদায়ের জন্য স্বামীকে জাহান্নামের আজাব ভোগ করতে হবে। তবে স্ত্রীরা ক্ষমা করলে স্বামী মুক্তি পাবে, অন্যথায় আজাব থেকে বাঁচার কোনো সুযোগ নেই। এ মর্মে রাসুল (সা.) বলেন, যখন কোনো ব্যক্তির কাছে দুই স্ত্রী থাকে, আর সে তাদের মধ্যে ন্যায়বিচার করে না, তাহলে সে কেয়ামতের দিন একাংশ অঙ্গহীন অবস্থায় উঠবে। (তিরমিজি : ১১৭১)।

والله اعلم بالصواب

মোহাম্মদ আমীর হোসাইন, মুফতি ও মুহাদ্দীস, শাইখ আবু সাঈদ ইসলামিক রিসার্চ সেন্টার, মোহাম্মাদপুর।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন

এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর