প্রশ্নঃ ১৪৬১৯. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার প্রশ্ন হচ্ছে যে আমি একদিনে সালাতের পর মসজিদে বসে আছি তো আমার মসজিদের ইমামের সাথে আমি একটি কারণে দেখা করতে যাই তখন সে আমাকে একটি কাগজে দুটি ওষুধের নাম লিখে দিয়ে বলে এগুলো আনতে এবং আমাকে টাকা দেয়। আমি তার টাকা নিয়ে গেলেও আমি আমার নিজের টাকা দিয়ে তাকে ওষুধ কিনে দিয়ে আসি। এবং তার ঔষধের সাথে তার টাকা ফিরিয়ে দেই। এরপর আমার মনে পড়ল আমি মোবাইলে একদিন দেখেছি যে মহান আল্লাহ্ কে খুশি না করে কোন হুজুর কে খুশি করার জন্য যদি হাদিয়া দেওয়া হয় তাহলে শিরক হয় তখন থেকে এই জিনিসটায় আমার সন্দেহ শুরু হয়ে গেছে যে আমার কি এই কাজে শির্ক হয়েছে এছাড়া যদি আমার নিয়তে কোন সমস্যা হয়ে থাকে তাহলে কী শির্কের কোন সম্ভাবনা আছে কিনা একটু বলবেন।তাছাড়া আমার অনেক সময় কোন কাজ ভুলে হয়ে গেলে বারবার মনে হতেই থাকে শির্ক হয়েছে কিনা বা আমার ঈমান ঠিক আছে কিনা এরকম সন্ধেহ হতেই থাকে আর বারবার এই কথাই মনে পড়তেই থাকে। হুজুর এ জন্য আমি কি করব একটু জানাবেন।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
আপনি যদি আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর কোনো বান্দা বা বান্দি কিংবা কোনো সৃষ্টিজীবের সেবা করেন তাকে শিরক হওয়ার কোনো সম্ভাবনা নেই। হ্যা, যদি শুধু মানুষকে দেখানোর জন্য বা ব্যক্তিকে খুশি করার জন্য করা হয় তাহলে সে আমলের বিনিময়ে আল্লাহর কাছে কিছুই পাওয়া যাবে না। যেমন সুরা মাউনে আল্লাহ তাআলা বলেন,
‘ধ্বংস ওই সকল নামাযীদের জন্য, যারা তাদের নামাযে উদাসীন এবং যারা মানুষকে দেখানোর জন্য করে থাকে।’
সুতরাং আপনার মূল উদ্দেশ্য যদি এর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি হয়ে থাকে তাহলে কোনো সমস্যা নেই। আর কখনো মনের মধ্যে খটকা দেখা দিলে, নিয়ত পরিশুদ্ধ করে নিবেন। আল্লাহ তাআলা সবকিছু সহজ করে দেন।
والله اعلم بالصواب
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন