আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ১৪৫২৯. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি নয় বৎসর বয়সে বালেগা হই।তখন ছোট ছিলাম তাই রোজা একটা রাখতাম একটা রাখতাম না এভাবে পনেরোটা রাখতাম।এখন এই রোজা গুলা কিভাবে কাজা আদায় করবো? সুনেছি ইচ্ছাকৃতভাবে একটা রোজা না রাখলে ৬০ টি রোজা রাখতে হয়? তখন এইগুলো বুজতাম না।

৯ মার্চ, ২০২২
ঢাকা

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم





প্রশ্নোক্ত ছুটে যাওয়া রোজাগুলো রোজা রাখার নিষিদ্ধ দিনগুলো (দুই ঈদের দিন এবং কুরবানীর ঈদেরপর তিনদিন। মোট পাঁচ দিন) ছাড়া যেকোনো সময় রাখতে পারেন। ধারাবাহিকভাবেও রাখতে পারেন অথবা বিরতি দিয়েও রাখতে পারেন। বালেগ হওয়ার বয়স থেকে এখন পর্যন্ত যত বছর অতিবাহিত হয়েছে এবং ওই বছরগুলোতে আপনার মোট কতটি রোজা ছুটে গেছে হিসেব করে সেগুলো পুরণ করে নিতে হবে।

একটি রোজা ভাঙ্গলে ৬০টি রোজা রাখার বিধান হলো, তখন যদি কেউ রোজা রেখে শরঈ কোনো ওজর ছাড়া ওই রোজা ভঙ্গ করে। শরিয়তের পরিবাভাষায় এটাকে কাফফারা বলে। কিন্তু যদি কেউ দিনের শুরু থেকেেই রোজা না রাখে তাহলে তার একটি রোজার জন্য একটি রোজাই কাজা করতে হবে।

আপনার যদি কোনো রোজা এমন থেকে থাকে যা দিনের শুরুতে রেখে দুপুরের আগে-পরে, এককথায় ইফতারের আগে ভেঙ্গে ফেলেছেন তাহলে ওই রোজার জন্য কাজা হিসেবে এবটি এবং কাফফারা হিসেবে ৬০ টি রোজা রাখতে হবে। তবে লাগাতার যদি ৬০ টি রোজা রাখা সম্ভব না হয় তাহলে বিকল্প হিসেবে ৬০ জন মিসকিনকে দুইবেলা স্বাভাবিক মানের খাবার খাওয়াতে হবে।

والله اعلم بالصواب

মুফতি সাইদুজ্জামান কাসেমি বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন

এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর