আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

বিনা ওজরে মসজিদের জামাত ত্যাগ করা

প্রশ্নঃ ১৪১৩৮. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হযরত আমার জানার বিষয় হলো যদি আমি মসজিদে না এসে ভাড়িতে আমার বিবিকে নিয়ে জামাত পরি তাহলে আমার নামাজের হক আদায় হবে এটা কি আমার জন্ন যায়েজ আর আমি মসজিদে যে জামাত হয় সেই জামাতের ফজীলত পাবো বাড়িতে বিবিকে নিয়ে নামাজ পরলে দয়া জানাবেন

১৫ সেপ্টেম্বর, ২০২৪
৭৮৭J+VHQ

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


পুরুষদের জন্য বিনা ওজরে মসজিদের জামাত ত্যাগ করা না জায়েজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এসব লোকদের ব্যাপারে কঠিন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।
কেবলমাত্র বৃষ্টি, অসুস্থতা ইত্যাদি ওজরের কারণে মসজিদে আসতে অপারগ হলে বাসাবাড়িতে স্ত্রীকে নিয়ে নামাজের জামাত করতে পারেন।

حَدَّثَنَا النُّفَيْلِيُّ، حَدَّثَنَا أَبُو الْمَلِيحِ، حَدَّثَنِي يَزِيدُ بْنُ يَزِيدَ، حَدَّثَنِي يَزِيدُ بْنُ الأَصَمِّ، سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لَقَدْ هَمَمْتُ أَنْ آمُرَ فِتْيَتِي فَيَجْمَعُوا حُزَمًا مِنْ حَطَبٍ ثُمَّ آتِيَ قَوْمًا يُصَلُّونَ فِي بُيُوتِهِمْ لَيْسَتْ بِهِمْ عِلَّةٌ فَأُحَرِّقُهَا عَلَيْهِمْ " . قُلْتُ لِيَزِيدَ بْنِ الأَصَمِّ يَا أَبَا عَوْفٍ الْجُمُعَةَ عَنَى أَوْ غَيْرَهَا قَالَ صُمَّتَا أُذُنَاىَ إِنْ لَمْ أَكُنْ سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ يَأْثِرُهُ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم مَا ذَكَرَ جُمُعَةً وَلاَ غَيْرَهَا .

৫৪৯. আন-নুফায়লী ..... আবু হুরায়রা (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আমার ইচ্ছা হয় যে, আমি কিছু সংখ্যক যুবককে কাষ্ঠ সংগ্রহের নির্দেশ দেই। অতঃপর যারা বিনা কারণে নামাযের জামাআতে অনুপস্থিত থাকে তাদের ঘর-বাড়ি জালিয়ে ভষ্মিভূত করে দেই।

রাবী বলেন, আমি ইয়াযীদ ইবনে আসিমকে জিজ্ঞাসা করি, হে আবু আওফ! এ দ্বারা কি কেবলমাত্র জুমআর জামাআতের প্রতি ইঙ্গিত করা হয়েছে? বলেন, তা আমি সঠিকভাবে জ্ঞাত নই। কেননা আবু হুরায়রা (রাযিঃ) রাসূলুল্লাহ্ (ﷺ) হতে জুমআ অথবা অন্য কোন নামাযের জন্য নির্দিষ্ট ভাবে বলতে শুনিনি (অতএব এ দ্বারা স্পষ্ট প্রতিয়মান হয় যে, পাঁচ ওয়াক্তের নামাযের জন্য জামাআতে হাযির হওয়া কর্তব্য।

—সুনানে আবু দাউদ, ইফা নং ৫৪৯

والله اعلم بالصواب

ইসহাক মাহমুদ মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন

এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

#১৭০৬৪
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
শায়খ আমরা জানি হাদীসে আছে শয়তান কে রমজান মাসে বেঁধে রাখা হয়, এবং হাদীসে এটাও আছে যে জামায়াতে কাতার এর মাঝো ফাঁকা রাখলে সেখানে শয়তান একটি বোকরির আকার ধারণ করে দাড়ায়, অন্য আরেকটি হাদীস বিসমিল্লাহ না পড়ে খাবার খাওয়া শুরু করলে শয়তান তার সাথে খায়, এখন আমার প্রশ্ন হলো রমজান মাসে তো শয়তান বাঁধা থাকে তাহলে খাবারের শুরুতে এবং কাতারের মাঝে ফাঁকা রাখলে শয়তান আসতে পারবে কি? যদি আসে তাহলে প্রথম হাদীস এর বিপরীত হয়ে যাচ্ছে আর না আসলে দ্বিতীয় এবং তৃতীয় হাদীস এর বিপরীত হয়ে যাচ্ছে! দয়া করে আমার কনফিউশান টা দূর করার জন্য যথাযত উত্তর দিবেন...
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতি সাইদুজ্জামান কাসেমি
১৯ এপ্রিল, ২০২২
লক্ষ্মীপুর