আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ১৩৭১৮. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম আমি নিয়ত করেছি একটানা ৪০দিন রোজা রাখবো এবং একটানা ৬০দিন তাহাজ্জুদ এর সালাত আদায় করবো। এখন প্রশ্ন হচ্ছে এর মাঝে তো আমার হায়েজ এর সময় ও আছে এই অবস্থায় তো রোজা বা নামাজ কোনোটাই করতে পারবো না।এই অবস্থায় আমার করনীয় কি?আমি কি হায়েজ এর পর বাকি রোজা আর সালাত আদায় করবো? নাকি আবার প্রথম থেকে শুরু করতে হবে?জানালে উপকৃত হবোজাজাকাল্লাহ খাইরান।

১৫ ফেব্রুয়ারী, ২০২২
হাজীগঞ্জ

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم





প্রশ্নোক্ত নিয়ত সঙ্গত হয়নি। কেননা শরীয়তে রোজা রাখার সর্বোত্তম পদ্ধতি হলো সওমে দাউদি। অর্থাৎ একদিন পরপর রোজা রাখা। প্রশ্নোক্ত নিয়তটি যদি আপনার সাভাবিক নিয়ত এবং মনের ইচ্ছ হয়ে থাকে তাহলে সেটি পুরণ করা না করা একান্তই আপনার ব্যাপার। তবে সেটি যদি মান্নত হয়ে থাকে তাহলে লাগাতার ৪০ দিন পূর্ণ করা আপানার জন্য আবশ্যক।

হাদিস শরীফে এসেছে, “কেউ কোনো ভালো কাজের মানত করে ফেললে তা পূরণ করা বাধ্যতামূলক হয়ে যায়। তবে গুনাহের কাজের মানত পূরণযোগ্য নয়। আয়েশা (রা.) রাসুলুল্লাহ (সা.) সূত্রে বর্ণনা করেন। তিনি বলেছেন, যে ব্যক্তি এরূপ মানত করে যে সে আল্লাহর আনুগত্য করবে, সে যেন তাঁর আনুগত্য করে। আর যে মানত করে, সে আল্লাহর নাফরমানি করবে, সে যেন তাঁর নাফরমানি না করে। (বুখারি, হাদিস : ৬৬৯৬)

সেক্ষেত্রে পিরিয়ডের দিনগুলোর নামাজ রোজা সুস্থ হওয়ার পর কাজা করে নিতে হবে। অথবা ঔষধের মাধ্যমে পিরিয়ড বন্ধ রেখেও আদায় করে নিতে পারেন।

والله اعلم بالصواب

মুফতি সাইদুজ্জামান কাসেমি বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন