আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

আত্মীয়তার সম্পর্কের গুরুত্ব

প্রশ্নঃ ১৩১৯৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, যারা পরিবার ও আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্ন করে, আল্লাহ তায়ালা তাদেরকে অপছন্দ করেন। ১। প্রশ্ন : আত্নীয় স্বজনের মধ্যে যদি কেউ আমার সাথে প্রতিটি নিয়তে অপমান ও খারাপ ব্যবহার করে।তার পর ও কি আমার আত্নীয়তা বজায় রাখা উচিত?? ২। প্রশ্ন : আর যদি আমি ওই আত্নীয়ের তাদের সাথে কথা অনেক দিন যাবত না বলি যারা আমার খারাপ চায় বা আমার সাথে খাবার ব্যবহার করে । তাহলে কি আমার গুনা হবে বা আল্লাহ তায়ালা কি আমার ওপর নারাজ হবে ?

২১ সেপ্টেম্বর, ২০২৪
ঢাকা ১২১৬

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


প্রথম কথা হলো, হাদিসের ভাষ্যমতে নিজেও কারো ক্ষতি করা যাবে না, কেউ ক্ষতি করলে ক্ষতির বিনিময়েও ক্ষতি করা যাবে না।
দ্বিতীয়ত: ইসলামের সামাজিক বিধানগুলো কখনই একপক্ষিয় নয়। বরং এখানের বিষয়গুলো সম্পূর্ণ দ্বিপাক্ষিক। কাজেই যারা আপনার সাথে সর্বদা অন্যায় করে, দুর্ব্যবহার করে তার নিঃসন্দেহে অন্যায় করছে। যদি তারা সংশোধন না হয়ে তাহলে আল্লাহ তায়ালার দরবারে তারা গুনাহগার হবে।

আত্মীয়তার হকের গুরুত্ব ও ফজিলত এবং রক্ষা না করলে এর ভয়াবহাতা কি হবে সেই সম্পর্কে আপনি সাধ্যমতো তাদেরও বিষয়টি বুঝাতে পারেন। নিজের পক্ষে সম্ভব না হয়ে তাদের মান্যবর কোনো মানুষকে দিয়েও বিষয়গুলোর সমাধান করতে পারেন। এবং আপনি যে, কেবলই দ্বীনের খাতিরে তাদের সাথে ভদ্র আচরণ করছেন সেটাও তাদের বুঝতে দিন। তাহলে ইনশাআল্লাহ আপনি অনেক বেশী সাওয়াবের অধিকারী হবেন। তারপরও যদি তারা সীমা অতিক্রম করে তাহলে একান্ত প্রয়োজন ছাড়া আপনি তাদের এড়িয়ে চলুন। এই এড়িয়ে চলা আত্মীয়তা ছিন্ন করার অন্তর্ভুক্ত হবে না। বরং তাদের সংশোধনের নিমিত্তে সাময়িক বিচ্ছিন্নতা।

والله اعلم بالصواب

মুফতি সাইদুজ্জামান কাসেমি বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন