বেরলভী ইমামের পিছনে নামাজ
প্রশ্নঃ ১৩০৪৯. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার এলাকা বেরেলবীদের ঘাঁটি, আমার বাসার পাশের মসজিদে বেরেলবী ইমাম!তো, আমি চেষ্টা করি বাসা থেকে দূরের মসজিদে গিয়ে জামাত পড়ার! যেহেতু আমি স্থায়ী বাসিন্দা উক্ত এলাকার, ইমাম সাবও আমার পরিচিত!তাই আমি মসজিদে না গেলে তারা সন্দেহ করে ওহাবী হয়ে গেলাম কিনা (তাদের মতে)। ইমাম সাব বাসায় বললে আব্বু ঝামেলা করে! বংশের মানুষও খারাপ চোখে দেখে!তাই আমি মাঝে মাঝে তাদের মসজিদে গেলে ইমামের সাথে উঠ-বস করি, রুকু সিজদা করি নামাজের নিয়্যাত না করে! তাদের দেখাই যে আমি তাদের ইমামের পিছনে নামায পড়ি, তার মানে আমি ওহাবী হইনি (তাদের মতে),তারপর একা একা নামাজ পড়ে ফেলি!এতে কি আমার গুনাহ হবে?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
বেরলবী ইমামের পিছনে নামাজ পড়া মাকরুহে তাহরিমী। কাজেই আপনি ওই ইমামের পিছনে নামাজ পড়বেন না। এমনকি নামাজের সাদৃশ্যও গ্রহন করবেন না। বরং আপনি দূরের মসজিদে গিয়ে অথবা সম্ভব না হলে একাকী ঘরে নামাজ পড়বেন। নামাজ পড়া ছাড়া অন্যান্য বিষয়ে তাদের সাথে উত্তম আচরণ প্রদর্শন করবেন। এই কারণে তারা যদি আপনাকে ওয়াহাবি বলেও তাতেও কোনো অসুবিধা নাই। কিছুদিন বলে তারপর দেখবনে এমনিতেই চুপ হয়ে যাবে। তবে আপনি বসে না থেকে তাদের ওপর দাওয়াতি মেহনত শুরু করুন। দাওয়াত ও তাবলিগের সাথীদের সাথে আলোচনা করে ধীরে ধীরে আপনাদের মসজিদে জামাত নেওয়ার ফিকির করুন। কেননা হকের আলো না জ্বেলে বাতিল দূর করা যাবে না। বরং এভাবে চলতে থাকলে বিরক্ত হয়ে একসময় আপনি নিজেই তাদের ভ্রান্ত আকিদার দিকে ঝুকে পড়বেন। আল্লাহ তায়ালা আপনাকে উত্তম তাওফিক দান করুন। আমিন।
والله اعلم بالصواب
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন