আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ১২৯৪৮. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নিকটাত্মীয়ের মধ্যে যদি এরূপ যাকাতের হকদার থাকেন, যিনি প্যারালাইজড, উনার ছেলে, মেয়ে, স্ত্রী উনাকে ফেলে চলে গেছেন; এমতাবস্থায় উনার আত্মীয়রা যদি ওনার আচরণের জন্য ওনার প্রতি অসন্তুষ্ট থেকে উনাকে যাকাত না দিয়ে অন্য লোকদের যাকাত দেন তাহলে ওটা শরীয়তের দৃষ্টিতে কতটুকু যুক্তিযুক্ত ?

২৫ জানুয়ারী, ২০২২
মৌলভীবাজার

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم





জাকাতের অর্থ নির্দিষ্ট খাতে ব্যয় করার ক্ষেত্রে জাকাতদাতা সম্পূূর্ণ স্বাধীন। তিনি চাইলে নেসাবের মালিক নয় এমন যে কাউকেই জাকাতের অর্থ দিতে পারেন। তবে তুলনামূলক আত্মীয়তার হক যেহেতু অগ্রগণ্য এজন্য গরিব আত্মীয় স্বজনকে দেওয়ার ব্যাপারে ইসলাম উৎসাহিত করেছে। কাজেই কোনো ব্যক্তি যদি আত্মীয় স্বজনের আচরণে রূষ্ঠ হয় তাকে জাকাত না দেয় তাহলে তার জাকাত আদায়ে যদিও কোনো সমস্য হবে না, এমনকি এই কারণে তিনি গুনাহগারও হবেন না। কিন্তু প্রশ্নের বর্ণনায় বুঝা যায় বর্তমাণ পরিস্থিতিতে ওই লোকটি বড়ই অসহায়। কাজেই মান অভিমান ভুলে নিকটাত্মীয়দের উচিত তার প্রতি সদয় হয়ে তাকেও জাকাত প্রদানের তালিকায় অন্তর্ভূক্ত করা। হতে পারে আত্মীয়স্বজনদের একটু সহানুভুতি তার আত্মসংশোধনের পথ উন্মুক্ত করে দিবে।

والله اعلم بالصواب

মুফতি সাইদুজ্জামান কাসেমি বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন