আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ১২২৩৪. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, স্তন বড় করার কার্যকরী আমল দিলে অনেক উপকৃত হবো।

১ জানুয়ারী, ২০২২
নারায়নগঞ্জ

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم





প্রথম কথা, আল্লাহ তাআলা মানুষকে সবচে সুন্দর করে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলেন,
{لَقَدْ خَلَقْنَا الْإِنْسَانَ فِي أَحْسَنِ تَقْوِيمٍ} [التين: 4]
অর্থাৎ, অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি সুন্দরতম গঠনে। [আত-তীন : ৪]
অন্য এক আয়াতে তার সৃষ্টির ব্যপারে বলেন,
{وَخَلَقَ كُلَّ شَيْءٍ فَقَدَّرَهُ تَقْدِيرًا} [الفرقان: 2]
অর্থাৎ, তিনি সবকিছু সৃষ্টি করেছেন অতঃপর তা নির্ধারণ করেছেন যথাযথ অনুপাতে। [আল-ফুরকান : ২]
দ্বিতীয় কথা, স্তন বড় করার বিষয়টি দু কারণে হতে পারে। এক, কোন রোগের কারণে অস্বাভাবিক ছোট। দুই. তেমনটি নয়; বরং সৌন্দর্য বৃদ্ধির জন্য বড় করা, যেমনটি আজকাল সৌন্দর্যের পূজারীরা করে থাকে।
যদি প্রথমটি হয় তাহলে অবশ্যই বিজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া যেতে পারে, সাথে সাথে আল্লাহর কাছে আরোগ্য লাভের দুআ করা। এক্ষেত্রে রোগমুক্তির যত দুআ আছে সবগুলোই নিয়মিত পাঠ করা যেতে পারে।
যেমন এ দুআটি পড়া যেতে পারে,
صحيح البخاري (7/ 132)
اللَّهُمَّ رَبَّ النَّاسِ، مُذْهِبَ البَاسِ، اشْفِ أَنْتَ الشَّافِي، لاَ شَافِيَ إِلَّا أَنْتَ، شِفَاءً لاَ يُغَادِرُ سَقَمًا
অর্থাৎ, হে আল্লাহ! মানুষের প্রতিপালক! কষ্ট দূরকারী! আমাকে আরোগ্য দিন, আপনি আরোগ্যকারী—আপনি ছাড়া কোন আরোগ্যকারী নেই। এমন আরোগ্য দাও যে কোন রোগ যেন অবশিষ্ট না থাকে।
আর যদি তা হয়ে থাকে সৌন্দর্য বর্ধনের জন্য, তবে তা থেকে বিরত থাকাই ভালো। কেননা এটি শয়তানের ধোঁকা ছাড়া আর কিছু না। সৌন্দর্য একটি আপেক্ষিক বিষয়। এর চাহিদা কখনো শেষ হবার নয়। আজকে যতটুকু চাচ্ছি, কালকে তার চেয়েও বেশি চাইব এটাই স্বাভাবিক। কেননা শয়তান সব সময় আমাদের পিছনে লেগে আছে। সে মানুষকে তাদের সৃষ্টিগত আকৃতি পরিবর্তন করার ধোঁকা দেয়। আল্লাহ তাআলা শয়তানের সেই বক্তব্যকে এভাবে তুলে ধরেছেন,
{وَلَأُضِلَّنَّهُمْ وَلَأُمَنِّيَنَّهُمْ وَلَآمُرَنَّهُمْ فَلَيُبَتِّكُنَّ آذَانَ الْأَنْعَامِ وَلَآمُرَنَّهُمْ فَلَيُغَيِّرُنَّ خَلْقَ اللَّهِ وَمَنْ يَتَّخِذِ الشَّيْطَانَ وَلِيًّا مِنْ دُونِ اللَّهِ فَقَدْ خَسِرَ خُسْرَانًا مُبِينًا } [النساء: 119]
অর্থাৎ, আমি অবশ্যই তাদেরকে পথভ্রষ্ট করব; অবশ্যই তাদের হৃদয়ে মিথ্যা বাসনার সৃষ্টি করব, আর অবশ্যই আমি তাদেরকে নির্দেশ দেব, ফলে তারা আল্লাহর সৃষ্টি বিকৃত করবে’। আর আল্লাহর পরিবর্তে কেউ শয়তানকে অভিভাবকরূপে গ্রহণ করলে সে স্পষ্টতই ক্ষতিগ্রস্ত হয়।
রাসূল সা.-ও হাদিসে সৃষ্টিগত আকৃতি পরিবর্তনকারীদেরকে লানত করেছেন, তিনি বলেন,
صحيح البخاري (7/ 165)
لَعَنَ اللَّهُ الوَاشِمَاتِ وَالمُسْتَوْشِمَاتِ، وَالمُتَنَمِّصَاتِ، وَالمُتَفَلِّجَاتِ لِلْحُسْنِ، المُغَيِّرَاتِ خَلْقَ اللَّهِ تَعَالَى
অর্থাৎ, আল্লাহ লানত করেছেন ওই সকল নারীর প্রতি যারা অন্যের শরীরে উল্কি অংকণ করে, নিজ শরীরে উল্কি অংকণ করায়, যারা সৌন্দর্যের জন্য ভূরু-চুল উপড়ে ফেলে ও দাঁতের মাঝে ফাঁক সৃষ্টি করে। সে সব নারী আল্লাহর সৃষ্টিতে বিকৃতি আনয়ন করে। বুখারি : ৫৯৩১, ৫৯৩৯, ৫৯৪৩, ৫৯৪৮; মুসলিম : ২১২৫।
মোটকথা স্তন ছোট হওয়ার বিষয়টি যদি রোগের কারণে তাহলে চিকিৎসা গ্রহণের পাশাপাশি আল্লাহ তাআলার কাছে আরোগ্যলাভের দুরআ করতে থাকা। আর যদি নিছক সৌন্দর্যবর্ধণের জন্য তাহলে তা থেকে বিরত থাকা এবং আল্লাহ প্রদত্ত দেহাকৃতিতেয়-ই সন্তুষ্ট থাকা।
আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বিষয় সঠিকভাবে উপলব্ধি করার তাওফিক দান করুন।

والله اعلم بالصواب

মুফতী মুহাম্মাদ রাশেদুল ইসলাম উস্তাযুত তাফসির, মারকাযুল বুহুসিল ইসলামিয়া, বাড্ডা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন