আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

শিশ বাজানো এবং করতালি দেওয়া

প্রশ্নঃ ১২২২৮. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, শিশ বাজানো কি জায়েয?

১০ জুলাই, ২০২৪
WR৫H+৯৫৬

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


وَ مَا کَانَ صَلَاتُهُمۡ عِنۡدَ الۡبَیۡتِ اِلَّا مُکَآءً وَّ تَصۡدِیَۃً ؕ فَذُوۡقُوا الۡعَذَابَ بِمَا کُنۡتُمۡ تَکۡفُرُوۡنَ
সুরা আনফাল -৩৫

শিস দেওয়া, বাঁশি বাজানো, হাতে তালি দেওয়া বা করতালি দেওয়া ইসলামে নাজায়েজ। রাসুল (সাঃ) এর আমলে নিষেধাজ্ঞা ছিল যে, অর্থাৎ ইবাদত জাতীয় কোনো অংশে কেউ যেন শিস, উলু বা হাততালি না দেয়। হাত তালি দেয়া বা করতালি দেয়া ইসলামী শরীয়তে সম্পূর্ণভাবে হারাম এবং কুফরী। হাত তালি দেয়া মূলত কাফির মুশরিকদের বদ স্বভাব এবং অপকর্মের অন্তর্ভুক্ত। এ প্রসঙ্গে ইরশাদ হয়েছে- আর কাবা শরীফের নিকট তাদের উপাসনা বলতে শিস আর তালি বাজানো ছাড়া অন্য কোন কিছুই ছিল না। অতএব, এবার তোমরা তোমাদের কৃত কুফরীর আযাবের স্বাদ গ্রহণ করো। (সূরা আনফালঃ ৩৫) এ আয়াত এর মধ্যে শিস দেয়া ও করতালি দেয়া কাফির মুশরিকদের উপাসনা বলে উল্লেখ করা হয়েছে। কেননা, মুশরিকরা যেমন উলঙ্গ হয়ে কাবা তাওয়াফ করত অনুরূপ তাওয়াফের সময় মুখে আঙ্গুল দিয়ে শিস দিত ও দুই হাত দিয়ে তালি বাজাতো। আর এটিকে তারা ইবাদত ও পুণ্যের কাজ মনে করত। অতএব , হাত তালি বা করতালি এবং শিস দেয়া এ অপকর্ম গুলো বিধর্মী, কাফির মুশরিকদের বদ স্বভাব এবং উপাসনার শামিল। প্রয়োজনে আংগুল ফুটানো যায় তবে তা নামাজে নয়।

والله اعلم بالصواب

মুসলিম বাংলা ফাতওয়া বিভাগ

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন