আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

টুপি কি সারাদিন পরে থাকা জরুরী?

প্রশ্নঃ ১২০৪৩. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মুহতারাম, টুপি কি সারাদিন ও সর্বাবস্থায় পড়ে থাকা জরুরী? আমার ক্ষেত্রে সাধারণত দেখা যায় যে, আমি বাইরে গেলে আলহামদুলিল্লাহ সবসময় মাথায় টুপি থাকে। কিন্তু বাসায় রুমে আসলে টুপি খুলে রাখি। এটি কি সুন্নতের খেলাফ?

৩০ মে, ২০২৪
Dhaka ১২১২

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


টুপি ইসলামী পোশাকের মধ্যে একটি পোশাক। বাহিরে বের হওয়ার সময় পোশাক পরে সেজেগুজে বের হওয়া সুন্নত সেই হিসেবে বাহিরে বের হওয়ার সময় মাথায় টুপি দিয়ে মাথা থেকে বের হওয়া সুন্নত।
ঘরে থাকা অবস্থায় পোশাক-আশাক পূর্ণাঙ্গরূপে রাখা সবসময় সম্ভব নয়। বরং এখানে যেভাবে থাকতে আরাম বোধ হয়, স্বাচ্ছন্দ বোধ হয় সেভাবেই থাকা হয়।
কুরআনের সূরা নূর এর একটি আয়াত এ দিকে ইঙ্গিত করে।

یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡا لِیَسۡتَاۡذِنۡکُمُ الَّذِیۡنَ مَلَکَتۡ اَیۡمَانُکُمۡ وَالَّذِیۡنَ لَمۡ یَبۡلُغُوا الۡحُلُمَ مِنۡکُمۡ ثَلٰثَ مَرّٰتٍ ؕ مِنۡ قَبۡلِ صَلٰوۃِ الۡفَجۡرِ وَحِیۡنَ تَضَعُوۡنَ ثِیَابَکُمۡ مِّنَ الظَّہِیۡرَۃِ وَمِنۡۢ بَعۡدِ صَلٰوۃِ الۡعِشَآءِ ۟ؕ ثَلٰثُ عَوۡرٰتٍ لَّکُمۡ ؕ لَیۡسَ عَلَیۡکُمۡ وَلَا عَلَیۡہِمۡ جُنَاحٌۢ بَعۡدَہُنَّ ؕ طَوّٰفُوۡنَ عَلَیۡکُمۡ بَعۡضُکُمۡ عَلٰی بَعۡضٍ ؕ کَذٰلِکَ یُبَیِّنُ اللّٰہُ لَکُمُ الۡاٰیٰتِ ؕ وَاللّٰہُ عَلِیۡمٌ حَکِیۡمٌ

হে মুমিনগণ! তোমাদের দাসদাসীরা এবং তোমাদের মধ্যে যারা প্রাপ্ত বয়স্ক হয়নি তারা যেন তিন সময়ে তোমাদের কাছে অনুমতি গ্রহণ করে, ফজরের নামাযের পূর্বে, দুপুরে যখন তোমরা বস্ত্র খুলে রাখ এবং এশার নামাযের পর। এই তিন সময় তোমাদের দেহ খোলার সময়। এ সময়ের পর তোমাদের ও তাদের জন্যে কোন দোষ নেই। তোমাদের একে অপরের কাছে তো যাতায়াত করতেই হয়, এমনি ভাবে আল্লাহ তোমাদের কাছে সুস্পষ্ট আয়াতসমূহ বিবৃত করেন। আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়।
—আন নূর - ৫৮

হাদিসে এমনটি ইঙ্গিত রয়েছে যে, ঘরে থাকা অবস্থায় ফরজ সতর ঢেকে বাকি অতিরিক্ত কাপড় খুলে রাখতে হয়।

উক্ত আয়াত ও হাদীসের আলোকে ঘরে থাকা অবস্থায় টুপি খুলে রাখলে সুন্নতের খেলাফ হবে না।

والله اعلم بالصواب

ইসহাক মাহমুদ মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন