আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ১১৯৯৯. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার শামি আমাকে তালাক দিয়েছে আমার ৩হায়েয শেষ কিন্তু ৩মাস হইছে ১০দিন বাকি এখন বারিওয়ালা ঘর ছেরে যেতে বলতেছে তাদের ঘর খালি করতে হবে এখন আমিকি বাসা বদলাইতে পারি র আমার কি আবার পুনরায় ইদ্দাত পালন করতে হবে একটু বুঝিয়ে বলবেন একটু তারাতারি উত্তর দিলে উপকার হবে

২৫ ডিসেম্বর, ২০২১
ঢাকা

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم





তালাকপ্রাপ্তা মহিলার ইদ্দত হল তিন হায়েজ অতিক্রম হওয়া। অর্থাৎ তালাকপ্রাপ্তা হবার পর স্বামীর সাথে যে বাড়িতে থাকতো সেখানে, যদি তা সম্ভব না হয়, তাহলে নিকটতম নিরাপদ বাড়িতে তিন হায়েজ পরিমাণ সময় অবস্থান করবে। এ সময় সাজগুজ, ঘুরাঘুরি ইত্যাদি করতে পারবে না। তীব্র প্রয়োজন ছাড়া বাড়ির বাহিরে যাবে না। বিশেষ করে রাতে অন্য কোথাও থাকতে পারবে না। সন্ধ্যার আগেই আবশ্যকীয় প্রয়োজন সেরে বাড়িতে চলে আসতে হবে।

উপরোক্ত বিধান অনুপাতে আপনার হুকুম আপনি নিজেই বের করে নিতে পারবেন। তালাকের ইদ্দত পালনকালে তীব্র প্রয়োজনে বাহিরে যাওয়া যাবে। অন্যথায় যাবে না। সেই হিসেবে বাসা পরিবর্তন না করাই উচিত। বাকি বেশি জরুরত থাকলে বা অপারগ হলে বাসা পরিবর্তন করা যাবে, । সে ক্ষেত্রে পুনরায় ইদ্দত পালনের প্রয়োজন নেই।

والله اعلم بالصواب

মুসলিম বাংলা ফাতওয়া বিভাগ
প্রসঙ্গসমূহ:

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন

এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর