আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ১১৬৪২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, পশ্ন : ফরজ নামাজের ৩নং রাকাতে সুরা ফাথেহার সাথে অন্য সুরা মিলানো হলে কি নামাজ ভূল হবে? আর ভূল না হলে কি এসে সাওয়াব বেশি পাওয়া যাবে? গত কালকে এক হুজুর বল্লেন নামাজের মধ্যে তেলাওয়াত বেশি হচ্চে তাই সাওয়াব বেশি পাওয়া যাবে!!প্রশ্ন: দেশের জন্য যারা শীহিদ হয়েছে উনাদের কে কি পরকালে শহীদের মর্যাদা দেওয়া হবে?

২৩ ডিসেম্বর, ২০২১
H৮৭৭+৭J - العجبان - أبو ظبي - الإمارات العربية المتحدة (AE)

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم





না ভুল হবে না। কেননা, মৌলিকভাবে ফরজ নামাজের দ্বিতীয় ও তৃতীয় রাকাতে কোনো কেরাত পাঠ করতে হয় না। এখানে মূল আমল হচ্ছে কিয়াম। একারণেই এখানে সুরা ফাতেহা পড়া মোস্তাহাব। তবে যদি কেউ সুরা ফাতেহা না পড়ে অথবা সুরা ফাতেহার সাথে আরো কোনো সুরা মিলিয়ে ফেলে তাহলেও নামাজের কোনো ক্ষতি হবে না। উপরন্তু নামাজে অধিক তেলাওয়াতের কারণে ইনশাআল্লাহ আমরা আল্লাহা তায়ালার কাছে অধিক সাওয়াবেরও আশা করতে পারি।
আল্লাহ তায়ালা কবুল করুন।

والله اعلم بالصواب

মুফতি সাইদুজ্জামান কাসেমি বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন