আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

তায়াম্মুমের শর্ত

প্রশ্নঃ ১১৫০৯. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার প্রশ্নটি হলো- কোন কোন অবস্থায় তায়াম্মুম করা যায় এবং কি দিয়ে এবং কিভাবে তায়াম্মুম করা যায় ?,

২ ডিসেম্বর, ২০২৪

Dhaka, Bangladesh

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


শহর বা শহরের বাইরে যদি পানি না থাকে এবং পানি এক মাইল বা ততোধিক দূরত্বে হয়, তাহলে মাটি দ্বারা তায়াম্মুম করা যাবে। অসুস্থ ব্যক্তি যদি এ আশঙ্কা করেন, পানি ব্যবহার করলে অসুস্থতা বেড়ে যাবে তবে তায়াম্মুম করতে পারবেন। তায়াম্মুমের পদ্ধতি হল, মাটিতে দু’বার উভয় হাত লাগানো। একবারের হাত দ্বারা মুখ মাসেহ করা এবং দ্বিতীয় বার কনুই পর্যন্ত উভয় হাত মাসেহ করা। মাটিজাতীয় যে কোনো বস্তু দ্বারা তায়াম্মুম জায়েজ। যেমন- মাটি, বালু, পাথর, চুনা ও সুরমা ইত্যাদি। ইমাম আবু হানিফা (রহ.)-এর মতে, যে মাটি দিয়ে তায়াম্মুম করবে তার ওপরে ধুলা থাকা শর্ত নয়।

যেসব কারণে তায়াম্মুম বাতিল হয়ে যায়
১. পানি বর্তমান থাকা।
২. অজু ভঙ্গকারী কোনো কিছু সংঘটিত হওয়া, ।
৪. গোসল ফরজ হয় এমন বিষয় সংঘটিত হওয়া, যেমন স্বপ্নদোষ।
৫. যেসব ওজরের কারণে তায়াম্মুম করা শরীয়তসিদ্ধ সেসব কারণ দূর হয়ে যাওয়া। যেমন অসুস্থতা ইত্যাদি।

والله اعلم بالصواب

উত্তর দিয়েছেনঃ মুসলিম বাংলা ফাতওয়া বিভাগ

প্রসঙ্গসমূহ:

মন্তব্য ()

কোনো মন্তব্য নেই।

এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

Logoমুসলিম বাংলা
play storeapp store
TopOfStack Software © 2025 All rights reserved. Privacy Policy