আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

ইসলামী ইতিহাস অধ্যয়ন করতে চাই

প্রশ্নঃ ১১১৮৮. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হুজুর, আমি জেনারেল লাইনের শিক্ষার্থী। ইসলামি ইতিহাস সম্পর্কে জানতে চাই। নবীজী ﷺ এর সিরাত, সাহাবীদের কাহিনি, খোলাফায়ে রাশেদিন, এরপর আরো বিভিন্ন খেলাফতগুলো যেমনঃ আব্বাসীয় খেলাফত, সেলজুক সাম্রাজ্য, উসমানীয় খেলাফত, এবং এই খেলাফতগুলোর কেন পতন হলো ইত্যাদি ইত্যাদি। তারপর বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিজয়ে ইসলামের ভূমিকা, ব্রিটিশ শাসন থেকে মুক্তিতে ইসলামের ভূমিকা, পুরো ভারতবর্ষ যে মুসলিমরা এত বছর শাসন করেছিল - তার ইতিহাসগুলো। হুজুর আমি মুসলিম হয়ে এসব জানি না। আমার খুবই লজ্জা হয় তাই। আমি এসব জানতে চাই। যদিও অনলাইনে কিছু হুজুরের বয়ানে কিছু কিছু শুনি। তবুও বই থেকেও শিখতে চাই। এগুলো সম্পর্কে জানতে কি কি বই পড়লে ভালো হয়। লেখকের নামসহ যদি শেয়ার করতেন। হুজুর দয়া করে একটা বিষয়ও বাদ দিয়েন না। যত কষ্টই হোক, আমি এসব জানতে চাই। আপনি আমাকে একাধিক বই সাজেস্ট করুন। হজুর আপনার কাছে বিনীতভাবে অনুরোধ করছি।

২১ জুলাই, ২০২৫
Dhaka

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


সম্মানিত প্রশ্নকারী!
ইসলামি ইতিহাসের এক অনন্য গ্রন্থের নাম "আল বিদায়া ওয়ান নিহায়া। ইসলামী ফাউন্ডেশন থেকে ছাপা ১৪ খন্ডের এই বিশাল গ্রন্থ আপনাকে ইসলামের আদী-অন্ত ইতিহাস সম্পর্কে এক বিস্তর জ্ঞান দান করবে। ইতিহাস অধ্যয়নে প্রথমেই আপনি এটি গ্রহন করতে পারেন।

# রাসুলুল্লাহ সা. এর জীবনী সম্পর্কে আপনি আপাতত "সিরাতে মুস্তফা" অধ্যয়ন করতে পারেন।
# সাহাবায়ে কেরামের জীবন সম্পর্কে জানতে "সাহাবা চরিত", হায়াতুস সাহাবা, হেকায়েতে সাহাবা, ইত্যাদি গ্রন্থ অধ্যয়ন করতে পারেন।

# খুলাফায়ে রাশেদিন সম্পর্কে জানতে ইসলামের চার খলিফা অথবা ইদানিংকালে চার খলিফার জীবনীর ওপর আলাদা আলাদ গ্রন্থ প্রকাশিত হয়েছে সেগুলোও অধ্যয়ন করতে পারেন।

# অন্যান্য খেলাফত সম্পর্কে এখন অনেক বই বের হচ্ছে, যেমন তাতারীদের ইতিহাস, সুলতান কাহিনি, খেলাফতে উসমানী ইত্যাদি গ্রন্থ অধ্যয়ন করতে পারেন। এছাড়া এসব বিষয়ে নিত্যনতুন বইয়ের সন্ধান পেতে -রাহনুমা প্রকাশনী, কালান্তর প্রকাশনী, মাকতাবাতুল আযহার, মাকতাবাতুল হাসানসহ দেশের প্রসিদ্ধ ইসলামি প্রকাশনীগুলোর সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করতে পারেন।

# প্রিয় প্রশ্নকারী বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে বাজারে প্রচুর বই পাওয়া যায়। বিশেষত "একুশে'র গ্রন্থমেলায়" এসে আপনি খোঁজ করলে অন্তত শতাধিক বই পেয়ে যাবেন। সেখান থেকে আপনি পছন্দের লেখকের বই নির্বাচন করে অধ্যয়ন করতে পারেন। তবে আমার কাছে মনে হয়েছে এ বিষয়ে খুব কম লেখকই নিজের চিন্তা চেতনাকে অতিক্রম করতে পেরেছেন।

والله اعلم بالصواب

সাইদুজ্জামান কাসেমি বাইতুল কুরআন মাদারাসা, মোহাম্মাদপুর, ঢাকা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন