আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ১১০৮৫. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার প্রশ্ন হলো যে, ইসলামী PDF(portable document format) বই থেকে ইলম অর্জন করা কি বৈধ? দয়াকরে প্রশ্নের উত্তর জানানোর জন্য অনুরোধ করছি।

২ ডিসেম্বর, ২০২১
West Bengal ৭২১৬০২

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم





ব্যক্তি, বই অথবা অন্য যেকোনো মাধ্যম থেকে ইলম অর্জনের জন্য প্রধান শর্ত হচ্ছে যেই বিষয় শিখছি সেটা বৈধ কি-না এবং যার কাছ থেকে ইলম অর্জন করছি তিনি সত্যবাদী, বিশ্বস্ত, আমানতদার এবং আলোচ্য বিষয়ে যোগ্যতাসম্পন্ন কি-না। সাথে সাথে এই মাধ্যমগুলো থেকে ইলম অর্জন অনুমোদিত কিনা।
যদি এসব শর্ত পাওয়া যায় তাহলে ইলম হাসিল করা বৈধ ও জায়েজ।

এখন পিডিএফ বইগুলো যদি ওপরের শর্তাবলীর আওতাভুক্ত থাকে এবং স্বত্বাধীকারীর অনুমতি থাকে তাহলে সেগুলো থেকেও ইলম হাসিল করা বৈধ হবে।

সাধারণত যারা পিডিএফ পাব্লিশ করেন তারা সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখেন।

والله اعلم بالصواب

মুফতি সাইদুজ্জামান কাসেমি বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর
প্রসঙ্গসমূহ:

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন