আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

সেজদা সাহুর একাধিক পদ্ধতি

প্রশ্নঃ ১০৮৬৯. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সিজদাহ্ সাহু দেওয়ার বিধান হলো কোনো ওয়াজিব ছুটে গেলে বা নামাজের রাকাআত কম বেশি হলে সিজদাহ্ সাহু দিতে হয়। কিন্তু এই সিজদাহ্ তাশাহুদ পড়ে নাকি তাশাহুদ, দরুদ, দোয়ায়ে মাসুরাহ পড়ে। কোনটা সঠিক??? আর এ ব্যাপারে রসুল (স) এরকম করেছেন কিনা অথাৎ তাশাহুদ পড়ে সিজদাহ্ সাহু করেছেন নাকি তাশাহুদ, দরুদ শরিফ, দোয়ায়ে মাসুরাহ পড়ে সিজদাহ্ সাহু করেছেন দয়া করে জানালে চিরকৃতজ্ঞ থাকিব।

২৮ আগস্ট, ২০২৪
রূপগঞ্জ

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


হাদিস শরিফে সেজদা সাহুর দুইটি পদ্ধতিই সহিহ এবং প্রমাণিত। তবে কোন্ আমলটি অধিক অগ্রগণ্য এই বিষয়ে ফোকাহায়ে কেরামের মতে কিছুটা দ্বিমত আছে। হানাফী ফোকাহায়ে কেরাম সালাম ফিরিয়ে সেজদা দেওয়াকে অগ্রগণ্য বলে মাতমত দিয়েছেন। আর আমাদের দেশের অধিকাংশ ইমামই যেহেতু হানাফী মাজহাবের অনুসারী তাই তারাও এই মতানুসারেই আমল করেন। এটা নিয়ে বিভ্রান্ত হওয়ার কোনো প্রয়োজন নেই ।

উল্লেখ্য ইমাম সাহেব, যেভাবে সেজদা সাহু আদয় করেন মুসল্লিরাও তার সাথে একই পদ্ধতিতে আদায় করলে সকলের নামাজ সহিহ হয়ে যাবে।

والله اعلم بالصواب

মুসলিম বাংলা ফাতওয়া বিভাগ

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন