আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ১০৫১৪. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ হযরত মাওলানা আকরাম গান আমার প্রশ্ন হল কোন ইমাম সব যদি মসজিদে জুমার বয়ানে জুমার নামাজের সঠিক সময় 1:30 সেখানে বয়ন শেষ করে যদি কেউ কালেকশনের কারণে যদি :50 কিংবা 54 নামাজে দাঁড়ায় এই ক্ষেত্রে যদি কোন মুসলিম মনোমালিন্য হয় সেক্ষেত্রে ইমাম সাহেবের করণীয় কি এবং মুসল্লিদের করণীয় কি এবং এটা জায়েজ কিনা এবং কারো যদি জুমার নামাজ জুমার ফরজ নামায শেষ করার পরপরই যদি কারো কোন কারো কোনো কঠিন জরুরাত আছে কিন্তু সে কবলাল জুমা পড়তে পারল না জরুরতের কারণে এই এই ক্ষেত্রে শেখ প্লাজমা পড়তে পারল না এই ক্ষেত্রে কি করণীয় আমার মূল প্রশ্ন হল যেকোনো টাকা কালেকশন এর কারণে মুসল্লীদেরকে কষ্ট দিয়ে নামাজে দেরি করা যাবে কিনা

২৫ নভেম্বর, ২০২১
ঢাকা

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم





মসজিদের প্রয়োজনে কিংবা কোনো গ্রহনযোগ্য প্রয়োজনে কিছু সময়ের জন্য নামাজ বিলম্ব করার অবকাশ আছে। সেটাকে কষ্টকর মনে করা কোনো মুসল্লির জন্য উচিত হবে না। কেননা সাময়িক এই বিলম্ব স্থায়ী সুবিধার জন্য।

والله اعلم بالصواب

মুফতি সাইদুজ্জামান কাসেমি বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর
প্রসঙ্গসমূহ:

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন

এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর