আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ১০৪৯৫. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি আবুধাবীতে থাকি, দেশে চলে যাব, পুরো পরিবার, তাই সব আসবাব বিক্রি করে দিচ্ছি, এখন আমার জিজ্ঞাসা হল আমরা কি আমাদের স্মার্ট টিভি টা বিক্রি করতে পারব? আমার ভয় হয় যদি এই টিভি যার কাছে বিক্রি করব, সে যদি হারাম কিছু দেখে তার গুনাহ আমার ও হবে। তাহলে কি করা যায়? প্লিজ একটা সমাধান দিন, যাতে আমরা গুনাহ থেকে বাঁচতে পারি।

১৭ নভেম্বর, ২০২১
২০ شارع المِرساة - العامرة - أبو ظبي - الإمارات العربية المتحدة (AE)

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم





রেডিও এবং রেকর্ডার বিক্রি করা জায়েজ আছে। কিন্তু যেহেতু টিভির মাধ্যমে গোনাহের কাজই বেশি করা হয়। তাই এটি বিক্রি করা মাকরূহে তাহরীমি।

{সূরা মায়িদা-২}
সৎকর্ম ও খোদাভীতিতে একে অন্যের সাহায্য কর। পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ তা’আলা কঠোর শাস্তিদাতা।

والله اعلم بالصواب

মুসলিম বাংলা ফাতওয়া বিভাগ

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন