আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

ছয়মাস সূর্য উদয় হয় না এমন দেশে নামাজ রোযা আদায়ের পদ্ধতি

প্রশ্নঃ ১০৪৪২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার প্রশ্ন হচ্ছে যে সকল দেশে রাতদিন বলতে কিছু নেই । ছয়মাস দিন ছয় মাস রাত । সে সকল দেশের মানুষ কিভাবে নামাজ রোজা আদায় করবে?

১৯ সেপ্টেম্বর, ২০২৪
রংপুর

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


যেসব এলাকায় পাঁচ ওয়াক্ত নামাযের স্বাভাবিক সময় পাওয়া যায় না যেমন : সূর্য অস্ত যাওয়ার সাথে সাথেই সূর্য উদয় হয়ে যায় বা অনেক দিন সূর্য উদয় হয় না বা অস্ত যায় না যেমন—উত্তর মেরু ও দক্ষিণ মেরু, সেসব এলাকার মুসলমানদের উপরও প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামায আদায় করা এবং রমযান মাসে রোযা রাখা ফরয। এসব এলাকায় নামায-রোযার সময় নির্ধারণের জন্য করণীয় হল, তাদের সবচেয়ে নিকটবর্তী যে এলাকায় পাঁচ ওয়াক্ত নামাযের সময় পাওয়া যায় সে এলাকার সময়ের সাথে মিলিয়ে তারা নামায-রোযা আদায় করবে।
পূর্ণ ছয়মাসে শুধু পাঁচ ওয়াক্ত নামায আদায় করলে দায়িত্ব মুক্ত হবে না।

যেমন চব্বিশ ঘন্টায় দিন হয়, সেই হিসেবে উক্ত এলাকাগুলোতে চব্বিশ ঘন্টায় একদিন গণনা করা হবে। সেই হিসেবে নিকটস্থ স্বাভাবিক দিন রাত্রি হয় এমন এলাকার পাঁচ ওয়াক্ত নামাযের সময় হিসেবে সময় নির্ধারণ করে নিবে।

হাদীসে এসেছে,

قُلْنَا: يَا رَسُولَ اللهِ وَمَا لَبْثُهُ فِي الْأَرْضِ؟ قَالَ: «أَرْبَعُونَ يَوْمًا، يَوْمٌ كَسَنَةٍ، وَيَوْمٌ كَشَهْرٍ، وَيَوْمٌ كَجُمُعَةٍ، وَسَائِرُ أَيَّامِهِ كَأَيَّامِكُمْ» قُلْنَا: يَا رَسُولَ اللهِ فَذَلِكَ الْيَوْمُ الَّذِي كَسَنَةٍ، أَتَكْفِينَا فِيهِ صَلَاةُ يَوْمٍ؟ قَالَ: «لَا، اقْدُرُوا لَهُ قَدْرَهُ»

আমরা জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলাল্লাহ! দাজ্জাল কতদিন জমিনে অবস্থান করবে? তিনি বললেন, চল্লিশ দিন। তবে তখনকার একদিন হবে এক বছরের সমান, এবং একদিন হবে এক মাসের সমান আর একদিন হবে এক সপ্তাহের সমান। আর অন্যান্য দিনগুলো হবে তোমাদের স্বাভাবিক দিনগুলোর ন্যায়। আমরা জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলাল্লাহ! আচ্ছা বলুন তো সেই একদিন যা এক বছরের সমান হবে, সে দিবসে কি আমাদের পক্ষে এক দিনের নামাযই যথেষ্ট হবে? তিনি বললেন, না। বরং সে দিবসে এক একদিন পরিমাণ হিসেব করে নামায আদায় করতে হবে। [সহীহ মুসলিম, হাদীস নং-২৯৩৭]

-আলমাজমূ শরহুল মুহাযযাব ৩/৪৩; ফিকহুন নাওয়াযিল ২/১৫৪

والله اعلم بالصواب

মুসলিম বাংলা ইফতা বিভাগ

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন