আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

মসজিদে হারামে পুরুষের কাতারের সামনে নারী দাঁড়ানো

প্রশ্নঃ ১০১৬৫৩. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মসজিদে হারামে আমাদের তিন কাতার আগে ৩ জন মহিলা অবস্থান করছেন, এমতাবস্থায় আমাদের নামায সহীহ হবে? সরে যাওয়ারও উপায় দেখছি না!

১ মে, ২০২৫
ঢাকা ১২০৭

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


ফিকহের কিতাবে নারী আর পুরুষ একসাথে নামায আদায়কালে কাতার পদ্ধতির যে বিবরণ দেয়া হয়েছে, প্রশ্নোক্ত ক্ষেত্রে তা না পাওয়ায় আপনার নামাযের কোন সমস্যা হবে না। যেহেতু নারী সরাসরি আপনার সামনের কাতারে ছিলো না। পুরুষের সরাসরি সামনের কাতারে নারী নামায পড়লে এই পুরুষের নামায সহীহ হবে না। তাবয়িনুল হাকায়েক ১/৮৯ (রশিদিয়া), হাশিয়াতুত তহত্বায়ী আলা মারাকিল ফালাহ ৩২৯ পৃ., ফতোয়া শামী ১/৫৭২। বিস্তরিত জানতে ক্লিক করুন। muslimbangla.com/masail/42533/

والله اعلم بالصواب

ইসহাক মাহমুদ মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া খতীব, নবোদয় সি ব্লক জামে মসজিদ, মোহাম্মদপুর ইমাম, বায়তুল ওয়াহহাব জামে মসজিদ, মোহাম্মদপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন