আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

বর্তমানে হারামের সীমানায় বিশেষ আলামাত

প্রশ্নঃ ১০১৬২০. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হারামের সীমানার আলামাত গুলো কিভাবে বুঝবো?

১ মে, ২০২৫
ঢাকা ১২০৭

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


১. তানঈম: মদীনার পথে অবস্থিত, এখানে ‘মসজিদে আয়েশা’ নামে একটি মসজিদ আছে। মসজিদে হারাম থেকে এই স্থানের দূরত্ব সাড়ে সাত কি.মি.।
২. নাখলাহ: মক্কা থেকে তায়েফ যাওয়ার পথে অবস্থিত। মসজিদে হারাম থেকে এই স্থানের দূরত্ব তের কি.মি.।
৩. জিয়িররানাহ: এটাও মক্কা থেকে তায়েফের দিকে অবস্থিত। মসজিদে হারাম থেকে এই স্থানের দূরত্ব বাইশ কি.মি.।
৪. আযাতু লিবন: বর্তমানে আকীশিয়্যাও বলা হয়। মসজিদে হারাম থেকে এই স্থানের দূরত্ব ষোল কি.মি.।
৫. হুদাইবিয়্যাহ: এই স্থানকে শুমাইসিয়াও বলা হয়। মসজিদে হারাম থেকে এই স্থানের দূরত্ব বাইশ কি.মি.।
৬. জাবালে আরাফাত: এই স্থানকে যাতুসসালীমও বলা হয়। মসজিদে হারাম থেকে এই স্থানের দূরত্বও বাইশ কি.মি.। কিতাবুল মাসাইল ৩/১০১

والله اعلم بالصواب

ইসহাক মাহমুদ মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া খতীব, নবোদয় সি ব্লক জামে মসজিদ, মোহাম্মদপুর ইমাম, বায়তুল ওয়াহহাব জামে মসজিদ, মোহাম্মদপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন