আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

জিনায়াতের পরিচয় ও এ থেকে নিষ্কৃতি লাভে করনীয়

প্রশ্নঃ ১০১৪৭৫. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জিনায়াতের পরিচয় কি? এবং এর থেকে নিষ্কৃতি লাভের ‍উপায় কি?

৩০ এপ্রিল, ২০২৫
ঢাকা ১২০৭

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


জিনায়াত অর্থ অপরাধ, গুনাহ এবং বাড়াবাড়ি।
শরয়ী পরিভাষায় জিনায়াত বলা হয়, হজ্বের ইহরাম বাঁধার পর বা হজ্বের নির্ধারিত সময়ে ইচ্ছাকৃত বা ভুলবশত হজ্বের বিধি-বিধান লঙ্ঘন করা। অথবা হজ্বের নিষেধাজ্ঞায় লিপ্ত হওয়া। এক কথায় হজ্বের নির্দিষ্ট নিয়ম ও আদব পালনে ত্রুটি বা অবৈধ কাজ করাকেই জিনায়াত বলা হয়। এ ধরনের ভুল বা ত্রুটির জন্য শরিয়তে নির্দিষ্ট শাস্তি বা কাফফারা (দম, সদকা, রোজা বা মূল্য) নির্ধারিত রয়েছে।
হজ্বের সময় জিনায়াত থেকে বাঁচার জন্য কিছু সতর্কতা এবং প্রস্তুতি গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। জিনায়াত থেকে বাঁচার উপায়গুলো হল,
১. হজ্বের নিয়ম-কানুন ও নিষেধাজ্ঞা সম্পর্কে ভালোভাবে জানা
২. অভিজ্ঞ আলেম বা গাইডের সহায়তা নেওয়া
৩. ইহরামের সময় সতর্ক থাকা
৪. কাজের সময়সীমা মেনে চলা
৫. শারীরিক ও মানসিক প্রস্তুতি
৬. দলগতভাবে কাজ করা
৭. জরুরি অবস্থায় দ্রুত পরামর্শ নেওয়া
৮. অতিরিক্ত ধৈর্য ও নম্রতা বজায় রাখা
৯. তাওবা ও ইস্তিগফার করা
১০. পরিকল্পনা ও সময় ব্যবস্থাপনা

والله اعلم بالصواب

ইসহাক মাহমুদ মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া খতীব, নবোদয় সি ব্লক জামে মসজিদ, মোহাম্মদপুর ইমাম, বায়তুল ওয়াহহাব জামে মসজিদ, মোহাম্মদপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন