আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ

১- ঈমানের অধ্যায়

হাদীস নং: ৩৬৭
আন্তর্জতিক নং: ১৯১

পরিচ্ছেদঃ ৮০. সর্বনিম্ন মর্যাদার জান্নাতবাসী

৩৬৭। আবু রাবী (রাহঃ) ......... হাম্মাদ ইবনে যায়দ (রাহঃ) থেকে বর্ণনা করেন। তিনি বলেন, আমর ইবনে দীনারকে জিজ্ঞাসা করলাম, আপনি কি জাবির ইবনে আব্দুল্লাহ (রাযিঃ) কে রাসূলুল্লাহ (ﷺ) -এর বরাত দিয়ে এ হাদীস বর্ণনা করতে শুনেছেন যে, আল্লাহ তাআলা কতিপয় মানুষকে শাফাআতের ম্যধ্যমে জাহান্নাম থেকে বের করবেন। তখন তিনি বললেন- হ্যাঁ।


tahqiq

তাহকীক:

তাহকীক নিষ্প্রয়োজন

সহীহ মুসলিম - হাদীস নং ৩৬৭ | মুসলিম বাংলা