আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ
১- ঈমানের অধ্যায়
হাদীস নং: ৩২৯
আন্তর্জতিক নং: ১৭৪
পরিচ্ছেদঃ ৭৫. সিদরাতুল মুনতাহা প্রসঙ্গে
৩২৯। আবু রাবী আয যাহরানি (রাহঃ) ......... শায়বানী (রাহঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, যির ইবনে হুবায়শকে فَكَانَ قَابَ قَوْسَيْنِ أَوْ أَدْنَى তাদের মধ্যে দুই ধনুকের ব্যবধান থাকল কিংবা তারও কম ......... (সূরা নাজমঃ ৯) এ আয়াত সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম। তিনি বললেন, ইবনে মাসউদ (রাযিঃ) আমাকে বলেছেন, নবী (ﷺ) জিবরাঈল (আলাইহিস সালাম) কে দেখেছিলেন, তাঁর ছয়শ ডানাবিশিষ্ট অবস্থায়।

তাহকীক:
তাহকীক নিষ্প্রয়োজন