মুসলিম বিবাহ

আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ

১- ঈমানের অধ্যায়

হাদীস নং: ৩২০
আন্তর্জতিক নং: ১৬৭

পরিচ্ছেদঃ ৭৩. রাসূলুল্লাহ (ﷺ) এর মি’রাজ এবং নামায ফরয হওয়া

৩২০। কুতায়বা ইবনে সাঈদ (রাহঃ) ও মুহাম্মাদ ইবনে রুমুহ (রাহঃ) ......... জাবির (রাযিঃ) থেকে বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ আমার কাছে নবীগণকে উপস্থিত করা হল। তখন মুসা (আলাইহিস সালাম)-কে দেখলাম, একজন মধ্যম ধরনের মানুষ, অনেকটা শানূয়া গোত্রীয় লোকদের মত। আর ঈসা ইবনে মারইয়াম (আলাইহিস সালাম)-কে দেখলাম, তাঁর নিকটতম ব্যক্তি হলেন উরওইয়া ইবনে মাসউদ। ইবরাহীম (আলাইহিস সালাম)-কে দেখলাম; তার অনেকটা কাছাকাছি সদৃশ ব্যক্তি হচ্ছে তোমাদের এ সাথী অর্থাৎ স্বয়ং রাসূলুল্লাহ (ﷺ)। জিবরাঈল (আলাইহিস সালাম) কে দেখলাম; তাঁর কাছাকাছি সদৃশ ব্যক্তি হচ্ছেন দাহইয়া। ইবনে রুমহের বর্ণনায় আছে, দিহইয়া ইবনে খলীফার মত।


tahqiq

তাহকীক:

তাহকীক নিষ্প্রয়োজন

সহীহ মুসলিম - হাদীস নং ৩২০ | মুসলিম বাংলা