আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৭৭- স্বপ্ন ও তার ব্যাখ্যা সংক্রান্ত অধ্যায়
৬৫৩৮। আব্দুল্লাহ ইবনে মুহাম্মাদ জু'ফী (রাহঃ) ......... কায়স ইবনে উবাদ (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি এক মজলিসে ছিলাম। যেখানে সা’দ ইবনে মালিক (রাযিঃ) এবং ইবনে উমর (রাযিঃ)-ও ছিলেন। এ সময় আব্দুল্লাহ ইবনে সালাম (রাযিঃ) ঐ পথ দিয়ে অতিক্রম করে যাচ্ছিলেন। লোকেরা বলল, ঐ লোকটি জান্নাতবাসীদের একজন। আমি তাঁকে বললাম, লোকেরা এরূপ এরূপ বলছে। তিনি বললেন, সুবহানাল্লাহ! তাদের জন্য শোভা পায় না যে, তারা এমন বিষয়ে মতামত ব্যক্ত করবে, যে বিষয় সম্পর্কে তাদের কোন জ্ঞান নেই। আমি স্বপ্নে দেখেছিলাম, যেন একটা স্তম্ভ একটি সবুজ বাগিচায় রাখা হয়েছে এবং সেটা যেথায় স্থাপন করা হয়েছে তার শিরোভাগে একটি রশি ছিল। আর নীচের দিকে ছিল একজন খাদেম। ’মিনসাফ’ অর্থ খাদেম। বলা হল এ স্তম্ভ বেয়ে উপরে আরোহন কর। আমি উপরের দিকে আরোহণ করতে করতে রশিটি ধরে ফেললাম। এরপর এ স্বপ্ন রাসূলুল্লাহ (ﷺ) এর কাছে বর্ণনা করেছিলাম। তখন রাসূলুল্লাহ (ﷺ) বলেছিলেনঃ আব্দুল্লাহ মজবুত রশি ধারণকারী অবস্থায় মারা যাবে।

তাহকীক:
তাহকীক নিষ্প্রয়োজন