আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৭৭- স্বপ্ন ও তার ব্যাখ্যা সংক্রান্ত অধ্যায়
হাদীস নং: ৬৫২৯
আন্তর্জতিক নং: ৭০০০
পরিচ্ছেদঃ ২৯৩৯. রাত্রিকালীন স্বপ্ন।
৬৫২৯। ইয়াহয়া (রাহঃ) ......... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ) এর কাছে এসে বলল, আমি রাতে স্বপ্নে দেখেছি। এরপর পুরো হাদীসটি বর্ণনা করেন।
সুলাইমান ইবনে কাসীর, ইবনে আখীয যুহরী ও সুফিয়ান ইবনে হুসাইন (রাহঃ) ......... ইবনে আব্বাস (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণনায় ইউনুস (রাহঃ) এর অনুসরণ করেছেন। যুবায়দী (রাহঃ)......... ইবনে আব্বাস অথবা আবু হুরায়রা (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণনা করেছেন। শুআইব, ইসহাক ইবনে ইয়াহয়া........ আবু হুরায়রা (রাযিঃ) নবী (ﷺ) থেকে বর্ণনা করতেন। মামার (রাহঃ) প্রথমে এ হাদীসের সনদ বর্ণনা করতেন না। কিন্তু পরবর্তীতে করতেন।

তাহকীক:
তাহকীক নিষ্প্রয়োজন